Advertisement
Advertisement
ATK from Mohun Bagan

EXCLUSIVE: সমর্থকদের ইচ্ছেপূরণ, মোহনবাগানের নাম থেকে সরছে ‘এটিকে’

সবুজ-মেরুন ফুটবল দলের নতুন নামও ভেবে ফেলেছেন সঞ্জীব গোয়েঙ্কা।

Sanjiv Goenka set to remove ATK from Mohun Bagan's name | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 26, 2022 9:02 am
  • Updated:October 10, 2022 2:20 pm  

দুলাল দে: আচ্ছা মোহনবাগান সমর্থকরা এখন কোন খবর পেলে খুশিতে-আহ্লাদে ভেসে যাবেন? ডার্বি জয় না কি তার থেকেও বড়, আরও বড় কিছু? সমর্থকদের দীর্ঘদিনের স্বপ্ন, প্রত্যাশা অবশেষে পূরণ করতে চলেছেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। আসলে তিনিও ছোট থেকেই মোহনবাগানি। তাই মোহনবাগান সমর্থকরা যখন বারবার বলেছেন, সবাই তাঁর পাশে থেকে তাঁর হাত শক্ত করবেন। শুধু সমর্থকদের প্রাণাধিক প্রিয় মোহনবাগান ক্লাবের নামের সামনে থেকে ‘এটিকে’ (ATK) শব্দটি সরিয়ে দিতে হবে। সমর্থকদের বারংবার অনুরোধে তিনি আর চুপ করে থাকতে পারেননি। পুজোর আগেই সমর্থকদের উপহার দিতে চলেছেন তিনি।

শুধুমাত্র ঝড়, জল, বৃষ্টিতে ভিজে আসা সমর্থকদের জন্যই মোহনবাগানের সামনে থেকে তিনি সরিয়ে দিচ্ছেন ‘এটিকে’ শব্দটি। এক্ষেত্রে সমর্থকদের সবচেয়ে বড় কৌতুহল, এটিকে সরে গেলে মোহনবাগান ক্লাবের নতুন নামকরণ কি হবে? শতবর্ষ পার করা ভারতীয় ফুটবলের ঐতিহ্যশালী ক্লাবের নামকরণও তিনি ঠিক করে ফেলেছেন। ‘এটিকে মোহনবাগান’ (ATK Mohun Bagan) বদলে গিয়ে নাম হতে চলেছে, ‘মোহনবাগান সুপার জায়ান্টস।’ নাহলে ‘এসজি মোহনবাগান’ অথবা ‘মোহনবাগান এসজি।’ তবে ঘনিষ্ঠমহলে সঞ্জীব গোয়েঙ্কা যা জানিয়েছেন, তাতে সবুজ-মেরুন ক্লাবের নতুন নাম হতে পারে মোহনবাগান সুপার জায়ান্টস।

Advertisement

[আরও পড়ুন: ক্লাবের নাম পালটানো হোক, সঞ্জীব গোয়েঙ্কার কাছে ফের আরজি মোহনবাগানের]

মোহনবাগান ফুটবল দলের দায়িত্ব সঞ্জীব গোয়েঙ্কার হাতে যাওয়ার সঙ্গে সঙ্গে এশিয়ার অন্যতম সেরা দল হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন আপামর মোহনবাগান সমর্থকরা। কিন্তু গলার কাছে কাঁটার মতো বেঁধে ছিল ‘এটিকে’ নামক শব্দটা। সঞ্জীব গোয়েঙ্কা সবুজ-মেরুন ফুটবল দলের দেখভাল করুন, তাতে কোনও সমস্যা নেই। বরং ভাল দল গঠনের জন্য সবাই আরপিএসজি (RPSG) কর্ণধারকে প্রশংসায় ভরিয়ে দেন। পাশাপাশি তাঁর প্রতি সমর্থকদের শুধু অনুরোধ ছিল, মোহনবাগান নামের সঙ্গে যা খুশি শব্দ ব্যবহার করার জন্য। কিন্তু ‘এটিকে’ শব্দটি যেন সরিয়ে দেওয়া হয়। মোহনবাগানের নতুন কমিটি গঠনের পর প্রথম কার্যকরী কমিটির মিটিংয়েই সমর্থকদের এই আবেগের দিকটি নিয়ে ঝড় তোলেন নতুন সহ-সভাপতি কুণাল ঘোষ। দাবি তোলেন, সমর্থকদের আবেগের বিষয়টি আরপিএসজি কর্ণধারকে বুঝিয়ে বলার। কারণ, রাস্তাঘাটে মোহনবাগান সমর্থকরা শুধু একটা কথাই বলছেন, “দয়া করে এটিকে নামটা সরান।”

এরপরই নতুন কমিটির পক্ষ থেকে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আলোচনা শুরু হয়ে যায়। কথা হয় আরও বিভিন্ন মহলে। সঞ্জীব গোয়েঙ্কা নিজেও বুঝতে পারেন, সমর্থকদের বেদনার জায়গাটা। কারণ, এটিকে মোহনবাগান হওয়ার অনেক আগেই সেই ছোটবেলা থেকেই তিনি মোহনবাগানের শুধু সমর্থক নন, সদস্যও। ফলে তিনি নিজেও বুঝতে পারেন সবুজ-মেরুন সমর্থকদের বেদনার জায়গাটা। তিনিও ভাবতে শুরু করে দেন, এটিকে শব্দটা সরানোর কথা। ভাবলেই তো আর হল না। একটা নাম সরিয়ে ফের নতুন নাম করতে হলে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। ফলে নাম পরিবর্তনের ভাবনাটা একটা রূপ দিতে কিছুটা সময় লাগেই।

ক্লাবের দুটো নতুন গেটের নামকরণ করা নিয়ে এদিন কার্যকরী কমিটির মিটিং ছিল মোহনবাগান তাঁবুতে। আলোচ্য সূচিতে না থাকলেও সেখানেই ফের এদিন আলোচনাটা তোলেন সহ-সভাপতি কুণাল ঘোষ। বলেন, “সমর্থকরা বহুদিন ধরে একটিমাত্র দাবিতে সোচ্চার। সমর্থকদের আবেগ, ভালবাসাটাও বুঝতে হবে। সমর্থকদের জন্যই মোহনবাগান ক্লাব।” কুণাল ঘোষের বক্তব্যকে সমর্থন করেন কার্যকরী কমিটির অন্য সদস্যরা। এরপরেই কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “এটিকে সরানোর প্রক্রিয়াটা পুজোর আগে করে ফেললেই ভাল। তাতে খুশি হবেন সমর্থকরা।” অন্যতম সহ-সভাপতির বক্তব্যর পরেই ঠিক হয়, ক্লাবের কার্যকরী কমিটির পক্ষ থেকে গোয়েঙ্কার সঙ্গে কথা বলা হবে সমর্থকদের তাঁর প্রতি প্রত্যাশার কথাটা বোঝানো হবে। পরে সাংবাদিক সম্মেলনে সচিব দেবাশিস দত্ত বলছিলেন, “কার্যকরী কমিটির সদস্যরা আমাকে দায়িত্ব দিয়েছেন, সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে পুরো প্রক্রিয়াটা নিয়ে কথা বলার জন্য। আশা করছি, খুব দ্রুতই সমস্যা সমাধান হয়ে যাবে। কারণ, উনি নিজেও সমর্থকদের ব্যাপারটা বুঝতে পারছেন।”

[আরও পড়ুন: ফেডারেশনের নির্বাচনে মহা টুইস্ট, সভাপতি পদে মনোনয়ন দিয়ে চমক বাইচুংয়ের

ফুটবল দলের নতুন নাম মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Giants) করার পিছনে অন্যরকম ভাবনা কাজ করেছে সঞ্জীব গোয়েঙ্কার। আইপিএলে (IPL) তাঁর ক্রিকেট দল খেলে লখনউ সুপার জায়ান্টস নামে। মোহনবাগানের সঙ্গে সুপার জায়ান্টস নাম যুক্ত করার পিছনে আইপিএলে তাঁর ক্রিকেট দলের নামের ভাবনা এসেছে। তাতে সঞ্জীব গোয়েঙ্কার ক্রিকেট, ফুটবল দুটি দলের ক্ষেত্রেই একই নাম থাকবে। আর একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। এবার দেখার পুজোর আগে ঠিক কবে লক্ষ লক্ষ মোহনবাগান সদস্যদের জন্য এই শুভ মুহূর্ত তিনি উপহার দেন।

সাংবাদিক সম্মেলনে দেবাশিস দত্ত (Debasis Dutta) জানান, ক্লাবের নতুন ভিআইপি গেটের নামকরণ হয়েছে প্রয়াত বদ্রু বন্দ্যোপাধ্যায়ের নামে। যা বদ্রু বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভার দিনে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে দিয়ে উদ্বোধন করানোর জন্য অনুরোধ করা হবে। সেরকম গ্যালারির তলায় গেটটিরও নাম করণ হয়েছে, পেলে-মারাদোনা আর সোবার্সের নামে। কারণ, এই প্রাক্তন তিন বরেণ্য খেলোয়াড়ের মধ্যে কেউ মোহনবাগানের বিরুদ্ধে খেলেছেন। কেউ মোহনবাগান ক্লাবে এসেছেন। ধীরেন দে ব্লক সরে গিয়ে ভিআইপি বক্স হল তাঁর নামে। আর ক্লাবের আর্কাইভ হবে প্রাক্তন ফুটবলার গোষ্ঠ পালের নামে। প্রেসবক্সের নাম করণ হয়েছে প্রয়াত প্রাক্তন ফুটবলার জার্নেল সিংয়ের নামে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement