Advertisement
Advertisement
Anwar Ali

‘আমরা মোহনবাগান, বাইরের উস্কানিতে পা দেব না’, আনোয়ার ইস্যুতে মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা

আবেগের নাম মোহনবাগান, বললেন সঞ্জীব গোয়েঙ্কা।

Sanjiv Goenka opens up on Anwar Ali issue

আনোয়ার আলি ও সঞ্জীব গোয়েঙ্কা।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 30, 2024 3:33 pm
  • Updated:July 30, 2024 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনোয়ার আলিকে (Anwar Ali) নিয়ে অবশেষে মুখ খুললেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। আজ মঙ্গলবার মোহনবাগান কোচ হোসে মলিনা, বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের সঙ্গে মিডিয়ার বিশেষ সেশন ছিল। সেই অনুষ্ঠানে সঞ্জীব গোয়েঙ্কা আনোয়ার আলি প্রসঙ্গে বললেন, ”আনোয়ার খুব মিষ্টি একটা ছেলে। ফুটবলার হিসেবে ও আমার খুবই পছন্দের একজন। কিন্তু বিষয়টা যখন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কোর্টে, তখন আমি আনোয়ার ইস্যুতে ক্লাবের অবস্থান নিয়ে জনসমক্ষে একটা শব্দও বলব না।”
আনোয়ার নিয়ে নানা মুনির নানা মত। সোশাল মিডিয়ায় বাকবিতণ্ডায় মেতে উঠেছেন অনেকেই। অনেকেই আগাম তাঁর ভবিষ্যৎ পড়ে ফেলেছেন। দেশের তারকা ডিফেন্ডারকে নিয়ে দেশের ফুটবলমহলে যখন নানা কথা ভেসে বেড়াচ্ছে, তখন সঞ্জীববাবু দ্ব্যর্থহীন ভাবে বলে দিলেন, ”আমরা মোহনবাগান। আমরা মর্যাদাসম্পন্ন। আমরা সুভদ্র এবং কোনও রকম উস্কানিতে আমরা পা দেব না।”

[আরও পড়ুন: ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ এমবাপের! নতুন ক্লাবের মালিক হতে চলেছেন ফরাসি তারকা]

ফেডারেশনের প্লেয়ার্স স্টাটাস কমিটির পাঠানো চিঠির জবাব দিয়েছে মোহনবাগান। আনোয়ার খেলতে না চাইলে বড় রকমের আর্থিক ক্ষতিপূরণ চাইছে তারা। আপাতত দুই পক্ষের চিঠি পাওয়ার পর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সদস্যরা ২ আগস্ট দু’পক্ষকে নিয়ে শুনানি করতে পারে। সেখানেই ঠিক হবে আনোয়ারের ভাগ্য। 
আনোয়ার ইস্যুতে সর্বসমক্ষে বিশদে মন্তব্য করতে চান না সঞ্জীব গোয়েঙ্কা।  সেই বিষয়ের ভিতরে ঢুকতে নারাজ। তিনি বলছেন, ”মোহনবাগান শুধুমাত্র একটা ক্লাব নয়। মোহনবাগান একটা আবেগ। ফলে মোহনবাগানের হয়ে যখন কেউ প্রতিনিধিত্ব করে, তখন তাঁর মাথায় রাখা উচিত ক্লাবের থেকেও বড় কিছুর হয়ে সে প্রতিনিধিত্ব করছে।”

Advertisement

[আরও পড়ুন: চুরমার ১২৪ বছরের রেকর্ড, প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে অনন্য নজির মনু ভাকেরের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement