জয়ের পরে সান মারিনোর ফুটবলাররা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবলমাঠে স্মরণীয় জয় সান মারিনোর। সেদিনই নজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ৯০০ নম্বর গোলটি করলেন সিআর সেভেন। কোথায় যেন মিলে গেলেন রোনাল্ডো ও সান মারিনো।
উয়েফা নেশনস লিগে লিখটেনস্টানকে ১-০ গোলে হারায় সান মারিনো। ২০ বছর পরে তারা কোনও ম্যাচ জিতল। এই ম্যাচের আগে ২০০৪-এর ২৮ এপ্রিল লিখটেনস্টাইনকেই হারিয়েছিল সান মারিনো। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল দেশটি।
২০ বছর আগে অ্যান্ডি সেলভার গোলে জিতেছিল সান মারিনো। তাঁর মোট গোলসংখ্যা ৮। দেশের সর্বোচ্চ গোলদাতা তিনিই।
সান মারিনোর বর্তমান ফিফা র্যাঙ্কিং ২১০। সবচেয়ে বেশি ১৪০ ম্যাচ জয়হীন থাকার পরে জিতেছে তারা। খেলার ৫৩ মিনিটে সান মারিনোর হয়ে গোলটি করেন নিকো সেনসোলি।
২০ বছর আগে যখন সান মারিনো জিতেছিল, তখন জন্মই হয়নি সেনসোলির। একটা জয়ের জন্য সান মারিনোর ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হয় দুদশক। লিখটেনস্টাইনের বিরুদ্ধে ম্যাচে স্টেডিয়ামে হাজির ছিলেন ৯১৪ জন। ম্যাচে ফেভারিট ছিল লিখটেনস্টাইনই। শেষমেশ ৯১৪ জন দর্শক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলেন।
দুদশক আগে সান মারিনো যখন লিখটেনস্টাইনকে হারায়, তখন পর্তুগাল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলসংখ্যা ছিল ৯টি। সান মারিনোর ঐতিহাসিক জয়ের রাতে রোনাল্ডোও গোল করলেন। পর্তুগিজ মহানায়কের নামের পাশে এখন ৯০০ গোল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.