Advertisement
Advertisement

Breaking News

SAFF Championship Final

SAFF Championship Final: সাডেন ডেথে কুয়েত বধ, নবমবারের জন্য সাফ চ্যাম্পিয়ন ভারত

টানটান লড়াই বেঙ্গালুরুতে।

SAFF Championship Final LIVE Updates: India wins in sudden death | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 4, 2023 7:55 pm
  • Updated:July 4, 2023 11:17 pm  

টানটান লড়াই শেষে সাডেন ডেথে কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত। এদিন ম্যাচের শুরু থেকেই সমানে সমানে লড়াই হয় দুই শিবিরের। প্রথমার্ধের ১৪ মিনিটে কুয়েত ১-০ গোলে এগিয়ে গেলেও, দুর্দান্ত কামব্যাক করে ভারত। ম্যাচের ৩৮ মিনিটে ছাংতের গোলে সমতা ফেরান সুনীল ছেত্রীরা। এরপর গোটা ম্যাচ খেলা হয় টানটান। তবে কোনও পক্ষই গোল করতে পারেনি। শেষে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানেও কোনও গোল হয়নি। শেষে পেনাল্টি শুট আউটে গড়ায় ফাইনাল। নির্ধারিত ৫ টি করে পেনাল্টি মারার পর দু’দলের স্কোর ছিল ৪-৪। শেষে সাডেন ডেথে গিয়ে ভারত অনবদ্য জয় পায়। খেলার চূড়ান্ত ফলাফল ৬-৫। দেখে নিন গোটা ম্যাচের খুঁটিনাটি। 

পেনাল্টি শুটআউট:

Advertisement

সাডেন ডেথের প্রথম শটে দুর্দান্ত সেভ গুরপ্রীতের। ম্যাচ জিতল ভারত। খেলার ফল ৬-৫। 
সাডেন ডেথের প্রথম শটে গোল করলেন ভারতের মহেশ সিং। 
পঞ্চম শট থেকে গোল করল কুয়েতও। শুট আউটের ফল ৪-৪। এবার শুরু সাডেন ডেথ। 
ভারতের পঞ্চম শটে দুর্দান্ত গোল। ফের এগিয়ে গেল টিম ইন্ডিয়া। খেলার ফল এখন ৪-৩। 
কুয়েতের চতুর্থ শটে অনবদ্য শট। পেনাল্টি শুট আউটেও এবার টাই। শুটআউটের ফল এখন ৩-৩। 
ভারতের চতুর্থ শটে গোল মিস করলেন উদান্ত সিং। ভারত ৩-২ কুয়েত। 
তৃতীয় শটে গোল করল কুয়েতও। সঠিক দিকে ঝাঁপ দিয়েও বাঁচাতে পারলেন না গুরপ্রীত। ভারত ৩-২ কুয়েত।
ভারতের তৃতীয় শটেও দুর্দান্ত গোল করলেন ছাংতে। ভারত ৩-১ কুয়েত।
কুয়েতের দ্বিতীয় শটে দুর্দান্ত গোল। ভারত ২-১ কুয়েত।  
ভারতের দ্বিতীয় শটেও গোল করলেন সন্দেশ। ভারত ২-০ কুয়েত।  
কুয়েতের প্রথম শট মিস। বারে মারলেন স্ট্রাইকার আবদুল্লাহ। ভারত ১-০ কুয়েত 

প্রথম শটে গোল করলেন সুনীল ছেত্রী। ডান দিকের বারে লেগে জালে জড়াল বল।

১২০ মিনিট:  অতিরিক্ত সময়েও কোনও দল গোল করতে পারল না। ফলে খেলার ফল রইল ১-১। এবার ম্যাচ গড়াল পেনাল্টিতে।  

১১৮ মিনিট: শেষমুহূর্তে গোল করার মরিয়া চেষ্টা ভারতের। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট ছাংতের শট। খেলার ফল এখনও ১-১। 

১০৭ মিনিট: অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধেও সমানে সমানে লড়াই। গোলমুখ খুলতে পারছে না কোনও দলই। 

১০৫ মিনিট: অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষদিকে মুহুর্মুহু আক্রমণ ভারতের। তবে কুয়েতের রক্ষণ ভাঙতে পারলেন না ছাংতে-সুনীলরা। 

৯২ মিনিট: অতিরিক্ত সময়ের খেলা শুরুতেই আক্রমণে কুয়েত। অল্পের জন্য রক্ষা ভারতের।  

নির্ধারিত সময়ের খেলা শেষ। খেলার ফল ১-১।

৯০+৪ মিনিট: বক্সের ভিতরে মহেশকে পিছন থেকে ট্যাকল কুয়েতের ফুটবলারের। জোরাল পেনাল্টির আবেদন। নাকচ করলেন রেফারি। 

৮৯ মিনিট: বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক কুয়েতের। তবে কাজে লাগাতে পারলেন না কুয়েতি ফুটবলাররা। 

৮৫ মিনিট: টানটান ম্যাচে আক্রমণ করছে দু’পক্ষই। তবে খুলছে না গোলমুখ। 

৭৪ মিনিট: মাঠে নেমেই হলুদ কার্ড দেখলেন রোহিত কুমার। 

৭১ মিনিট: জোড়া পরিবর্তন ভারতের।  মাঠে এলেন ফর্মে থেকে মহেশ সিং। রোহিত কুমারকেও আনলেন কোচ গাওলি।

৬৫ মিনিট: সুনীলকে পিছন থেকে টেনে ফেলে দিলেন কুয়েত ফুটবলার। হলুদ কার্ড দেখালেন রেফারি। 

৬০ মিনিট: কুয়েতের আরও এক ফুটবলার হলুদ কার্ড দেখলেন। গোটা ম্যাচেই বেশ মারমুখী কুয়েত ফুটবলাররা। 

৫০ মিনিট: দ্বিতীয়ার্ধে টানটান খেলা চলছে। দু’টি ভাল আক্রমণ করেও গোল পেল না ভারত। 

৪৬’ মিনিট: দ্বিতীয়ার্ধের খেলা শুরু। শুরুতেই আক্রমণে ভারত। ভাল সেভ কুয়েতের গোলরক্ষকের। 

                                      প্রথমার্ধের খেলা শেষ। স্কোর ১-১

৪৫ মিনিট: প্রথমার্ধে চার মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।  

৩৮ মিনিট: দুর্দান্ত পাসিং এবং মুভমেন্ট। সুনীল, সাহালের দুর্দান্ত পাসিংয়ের পর গোল করলেন ছাংতে।  অনবদ্য গোল করে সমতা ফেরাল ভারত। 

৩৪ মিনিট: চোট পেয়ে মাঠ ছাড়লেন আনোয়ার আলি। তাঁর বদলে মাঠে এলেন মেহেতাব সিং। সমস্যা আরও বাড়ল ভারতের।  

২৮ মিনিট: হলুদ কার্ড দেখলেন সন্দেশ ঝিংঘান। আক্রমণে গিয়ে কুয়েতের ফুটবলারকে কনুই মারার অভিযোগে কার্ড দেখালেন রেফারি। 

১৬ মিনিট: ২ মিনিটের মধ্যেই গোল শোধের একেবারে দোরগোড়ায় চলে এসেছিল ভারত। বক্সের ধার থেকে সুনীলের নেওয়া জোরাল শট দুর্দান্ত ভঙ্গিমায় বাঁচিয়ে দেন কুয়েতের গোলরক্ষক।  

১৪ মিনিট: ম্যাচের প্রথম গোল। কুয়েতের আবদুল্লাহর গোলে পিছিয়ে পড়ল ভারত। 

১০ মিনিট: ফর্মেশন বদলের জন্য ভারতের ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার  সমস্যা দেখা দিচ্ছে। পালটা আক্রমণের চেষ্টায় কুয়েত। 

৫ মিনিট: ধীরে ধীরে খেলার গতি বাড়ানোর চেষ্টায় ভারত। তবে ম্যাচে এখনও প্রাধান্য কুয়েতের। 

সন্ধে সাড়ে ৭টা: খেলা শুরু। ভারতের পা দিয়েই গড়াল ফাইনালের বল।  

সন্ধে সাড়ে ৬টা: ভারতের প্রথম একাদশ ঘোষিত। বেঞ্চে দুর্দান্ত ফর্মে থাকা মহেশ। ফর্মেশনও পালটাল টিম ইন্ডিয়া।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement