সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান আগেই ঘটেছিল। ইনভেস্টর এসে যাওয়ায় ইস্টবেঙ্গলের (East Bengal) ISL খেলা প্রায় পাকা। ইতিমধ্যে জমা পড়ে গিয়েছে বিড পেপারও। আগামী সপ্তাহেই হয়তো সরকারিভাবে একাদশতম দল হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করবে FSDL কর্তৃপক্ষ। এখন প্রশ্ন হচ্ছে আইএসএল খেললে ইস্টবেঙ্গলের কোচের চেয়ারে কে বসবেন? জল্পনা দুই বিশ্বকাপার কোচের পর এবার লাল–হলুদের নজরে রয়েছে প্রাক্তন লিভারপুল (Liverpool) তারকা রবি ফাউলার এবং বার্সেলোনায় (Barcelona) পেপ গোয়ার্দিওয়ালার (Pep Guardiola) সহকারী হিসেবে কাজ করা ইউসেবিও সাকরিস্টানের নাম। এছাড়াও ক্লাবকে নাকি মেল পাঠিয়ে কোচ হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন প্রাক্তন কোচ মারিও রিভেরাও।
কয়েকদিন আগেই ইনভেস্টর আনার কথা ঘোষণা করা হয়েছিল। নবান্ন থেকে সেই ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর কে বসবেন লাল–হলুদ কোচের হটসিটে? জল্পনা শুরু হয়ে যায়। এর মধ্যেই ভেসে ওঠে ২০১৪ বিশ্বকাপে কলম্বিয়াকে (Colombia) কোচিং করানো হোসে পেকেরম্যান এবং ২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের (Netherlands) কোচ থাকা ৬৮ বছরের বার্ট ভান মারউইকের নাম। এরপরই সামনে এসেছে ইউসেবিও এবং রবি ফাউলারের নাম।
দু’জনের মধ্যে ইউসেবিও–র তরুণদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। জোহান ক্রুয়েফের কোচিংয়ে বার্সায় দীর্ঘদিন খেলা ইউসেবিও আবার পেপ গোয়ার্দিওয়ালার সময় ন্যু ক্যাম্পে সহকারী কোচের দায়িত্ব সামলেছেন। এছাড়া লুই এনরিকের আগে মেসিদের কোচ হওয়ার দৌড়ে উঠে এসেছিল তাঁর নামও। অন্যদিকে, প্রাক্তন ইংল্যান্ড (England) জাতীয় দলের খেলোয়াড় এবং লিভারপুল তারকা রবি ফাউলার গত মরশুমে অস্ট্রেলিয়ান লিগে ব্রিসবেন রোরস–এর কোচ ছিলেন। করোনা সংক্রমণের জেরে মার্চ মাসে দেশে ফিরে যান তিনি। লাল–হলুদের কোচ হওয়ার দৌড়ে উঠে এসেছে তাঁরও নাম।
এদিকে, ক্লাবকে নাকি মেল পাঠিয়ে কোচ হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন প্রাক্তন কোচ মারিও রিভেরাও। তবে এই পুরো বিষয়টিই নির্ভর করছে এফএসডিএল–এর ঘোষণার ওপরেই। আনুষ্ঠানিক ঘোষণার পরই ইনভেস্টর ‘শ্রী সিমেন্ট’–এর সঙ্গে আলোচনা করে নতু্ন কোচ খুঁজে নেবে ইস্টবেঙ্গল, মনে করছেন বিশেষজ্ঞরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.