Advertisement
Advertisement

Breaking News

SAAF Athletics Championships

পহেলগাঁও হামলার রেশ এবার খেলার মাঠে! স্থগিত সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

সাফ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আয়োজিত হওয়ার কথা রাঁচির বিরসা মুন্ডা অ্যাথলেটিক্স স্টেডিয়ামে।

SAAF Athletics Championships postponed for the second time
Published by: Subhajit Mandal
  • Posted:April 24, 2025 3:04 pm
  • Updated:April 24, 2025 3:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ পর্যন্ত আদৌ ভিসা পাবেন তো পাক অ্যাথলিটরা? আশঙ্কার মধ্যেই ফের পিছিয়ে গেল সাফ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এবারের সাফ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আয়োজিত হওয়ার কথা রাঁচির বিরসা মুন্ডা অ্যাথলেটিক্স স্টেডিয়ামে। এই নিয়ে দ্বিতীয়বার এই প্রতিযোগিতা পিছিয়ে গেল।

Advertisement

পূর্ব ঘোষিত সূচিতে ৩-৫ মে সাফ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা হওয়ার কথা। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটানের পাশাপাশি পাকিস্তানের অ্যাথলিটদের। পাকিস্তানের তরফে ৪৩ জন ক্রীড়াবিদের তালিকা পাঠানো হয়েছিল। সেখানে প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী আর্শাদ নাদিমের নামও ছিল। সমস্যা হল, এই পাক অ্যাথলিটদের কাউকেই এখনও ভিসা দেয়নি নয়াদিল্লি। পহেলগাঁও হামলার পর আদৌ পাকিস্তানি অ্যাথলিটরা ভিসা পাবেন কিনা সেটা নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে। সাধারণত যে ভিসায় ক্রীড়াবিদেরা ভারতে এসে খেলার সুযোগ পেতেন, সেই ‘এসভিইএস’ ভিসা বুধবারই বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার রাতেই সেই সিদ্ধান্ত ঘোষণা করেছে নয়াদিল্লি।

ফলে আপাতত পাক অ্যাথলিটদের ভিসা পাওয়ার সম্ভাবনা তেমন নেই। তাই একপ্রকার বাধ্য হয়েই আয়োজকরা সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত পাকিস্তানের কোনও নাগরিককে কোনওরকম ভিসাই দেবে না নয়াদিল্লি। যদিও সরকারিভাবে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার কোনও কারণ দেখানো হয়নি। উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার এই টুর্নামেন্ট পিছিয়ে গেল। সেসময়ই ভিসা সমস্যার জন্যই টুর্নামেন্টটি পিছিয়ে যায়। তবে এবার পিছনোর নেপথ্যে পহেলগাঁও হামলা অন্যতম কারণ। যা পরিস্থিতি তাতে এই টুর্নামেন্টের ভবিষ্যৎই এখন প্রশ্নের মুখে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub