সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট অঙ্কের অর্থের বিনিময়ে ইউরোপ ছেড়ে এশিয়ান ক্লাবে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে জমকালোভাবে স্বাগত জানিয়েছে আল নাসের। আর ক্লাব ফুটবলে নিজের নতুন সফর শুরু করেই লিওনেল মেসিকে পিছনে ফেলে দিলেন সিআর সেভেন। হ্যাঁ, ঠিকই পড়েছেন। সৌদির ক্লাবে যোগ দিয়েই বিশ্বজয়ী মেসিকে টেক্কা দিলেন তিনি!
ভাবছেন তো কীভাবে এমনটা সম্ভব! কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) শেষ হওয়ার পর তো এখনও মাঠেই নামেননি দুই তারকা! তাহলে? আসলে মাঠের বাইরে নজির গড়েছেন পর্তুগিজ মহাতারকা। জনপ্রিয়তার নিরিখে মেসিকে (Lionel Messi) হারিয়ে দিয়েছেন তিনি। আল নাসেরে তাঁকে যেভাবে স্বাগত জানানো হয়েছে, সেই অনুষ্ঠানটি মোট ৪০টি টিভি চ্যানেলে চোখ রেখে দেখেছেন ৩০০ কোটি মানুষ! এলএম টেনের বিশ্বকাপ হাতে তোলার মুহূর্ত চাক্ষুষ করেছিল অন্তত আড়াই কোটি দর্শক। অর্থাৎ মেসির বিশ্বজয়ের চেয়েও রোনাল্ডোর (Cristiano Ronaldo) এশিয়া আগমনের দৃশ্যকে তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন ফুটবলপ্রেমীরা।
১৭৭৫ কোটি টাকারও বেশি অর্থ আড়াই বছরের জন্য আল নাসেরে (Al Nassr) সই করেছেন প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা। তাঁকে স্বাগত জানাতে ঢেলে সাজানো হয়েছিল রিয়াধকে। ঐতিহাসিক সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিলবোর্ডসে ঢেকে গিয়েছিল শহর। কাতারে কাতারে ভিড় জমিয়েছিলেন সমর্থকরা। সিআর সেভেনের এই গ্র্যান্ড সেলিব্রেশনই পিছনে ফেলে দিল মেসির বিশ্বজয়ের দৃশ্য়কে। তবে ২১ জানুয়ারি নতুন ক্লাবের জার্সিতে অভিষেক ঘটিয়ে রোনাল্ডো কেমন পারফর্ম করেন, সেটাই এখন দেখার।
“This is why I’m here” ️🎙️
Relive @Cristiano‘s incredible hero’s welcome to Mrsool Park and watch his first exclusive interview as an Al Nassr player ⭐#HalaRonaldo 💛 pic.twitter.com/YdxFEP0bNB
— AlNassr FC (@AlNassrFC_EN) January 5, 2023
এদিকে ‘ভুল’ থেকে শিক্ষা নিয়ে ফুটবলারদের জন্য নয়া নিয়ম চালু করছে ম্যান ইউ। নিয়মের পোশাকি নাম ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো’। কী এই নিয়ম? আসলে প্রতি সপ্তাহে প্রায় ৫ কোটি টাকার চুক্তিতে রেড ডেভিলসে সই করেছিলেন সিআর সেভেন। কিন্তু এই বিপুল অঙ্ক খরচের পরও রোনাল্ডো জমানায় সেভাবে সাফল্যের মুখ দেখতে পায়নি ক্লাব। তাই এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সপ্তাহে ২ কোটির বেশি চুক্তিতে কোনও তারকাকে সই করানো হবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.