Advertisement
Advertisement

Breaking News

Ronaldinho meets Mamata

Ronaldinho meets Mamata: মমতার সঙ্গে সাক্ষাৎ রোনাল্ডিনহোর, উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীকে স্মারক হিসেবে জার্সি উপহার দেন রোনাল্ডিনহো।

Ronaldinho meets Mamata: Brazilian superstar meets Chief Minister of West Bengal । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 16, 2023 4:07 pm
  • Updated:October 17, 2023 8:27 pm  

গৌতম ব্রহ্ম: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রাজিলীয় সুপারস্টার রোনাল্ডিনহো (Ronaldinho)। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে সোমবার দুপুর ৩.৪৭ মিনিটে উপস্থিত হন বিশ্বজয়ী ব্রাজিল দলের সদস্য। ছিলেন বিকেল ৪.০৭ মিনিট পর্যন্ত। রোনাল্ডিনহোর জন্য বাড়ির বাইরেই অপেক্ষারত ছিলেন মমতা (Ronaldinho meets Mamata)। রোনাল্ডিনহো উপস্থিত হতেই মুখ্যমন্ত্রী উত্তরীয় পরিয়ে স্বাগত জানান রোনাল্ডিনহোকে। ব্রাজিলীয় মহাতারকার হাতে তুলে দেন ফুটবল। সেই সময়ে উপস্থিত ছিলেন রাজ্যের তিন মন্ত্রী–অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং সুজিত বসু। সেখানে ছিলেন তিন প্রধানের প্রতিনিধিরাও। রোনাল্ডিনহোও মুখ্যমন্ত্রীকে স্মারক হিসেবে উপহার দেন ব্রাজিলের জার্সি। 

[আরও পড়ুন: ১২৮ বছর পর অলিম্পিকে ফিরল ক্রিকেট, ঘোষণা করল আইওসি]

রবিবার শহর কলকাতায় পা রাখেন রোনাল্ডিনহো। মমতার সঙ্গে রোনাল্ডিনহোর সাক্ষাৎ হবে, তা জানিয়েছিলেন স্বয়ং মমতাই। সোমবার সকাল থেকেই রোনাল্ডিনহোর একাধিক কর্মসূচি ছিল। 

Advertisement
শ্রীভূমিতে নাচের মুডে রোনাল্ডিনহো। ছবি অমিত মৌলিক।

সকালে রাজারহাটে নিজের ফুটবল অ্যাকাডেমি পরিদর্শন করেন। সেখান থেকে শ্রীভূমিতে যান ব্রাজিলীয় মহাতারকা। মন্ত্রী সুজিত বসুর সঙ্গে ফুটবলও খেলেন তিনি। দুপুর ৩.৪৭ মিনিট নাগাদ রোনাল্ডিনহো পৌঁছে যান মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে। আগে থেকেই রোনাল্ডিনহোর জন্য বাড়ির বাইরে অপেক্ষায় ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। ব্রাজিলীয় তারকা উপস্থিত হলে তাঁর হাতে ফুটবল তুলে দেওয়া হয়। তিন প্রধানের কর্তারাও রোনাল্ডিনহোর জন্য নিজেদের ক্লাবের জার্সি হাতে অপেক্ষারত ছিলেন। মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের তরফে উপস্থিত ছিলেন রাজু আহমেদ। তাঁরাও ব্রাজিলীয় মহাতারকাকে শুভেচ্ছা জানান। ব্রাজিলীয় তারকার হাতে তুলে দেন সংশ্লিষ্ট ক্লাবের জার্সি। 

[আরও পড়ুন: ইংল্যান্ড বধ করে ইতিহাস লেখার পরেই আফগান সুন্দরীর নাচের ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement