সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মারাকানা স্টেডিয়াম। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারিতে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সামাল দিতে বাধ্য হয়ে লাঠি চার্জ করতে হয় পুলিশকে। বিশৃঙ্খলার প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যান লিওনেল মেসি (Lionel Messi)।
এরপরেই মেসি ও ব্রাজিলের রডরিগো (Rodrygo) উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। আর্জেন্টাইন কিংবদন্তিকে দেখা যায় তিনি ব্রাজিলের তরুণ খেলোয়াড় রডরিগোর ঘাড় চেপে রাগত ভাবে কিছু একটা বলছেন। সেই উত্তপ্ত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ হয়ে গিয়েছে। এবার রডরিগোর বাবা আর্জেন্টাইন মহানায়ককে একহাত নিলেন। সোশাল মিডিয়ায় লিখলেন, ”দেখুন দেখুন ফুটবল সন্তর কাণ্ডকারখানা দেখুন। যে সাধু নাকি কারওর সঙ্গে ঝামেলায় জড়ান না।”
বুধবার রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ কোয়ালিফায়ারে (2026 World Cup Qualifier) মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা। কিন্তু খেলা শুরুর আগেই দুই দলের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একে অপরের দিকে ননা জিনিসপত্র ছুড়তে শুরু করে তারা। যা দেখে হতবাক হয়ে যান দু’দেশের ফুটবলাররাই। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে আসরে নামে পুলিস। শুরু হয় লাঠিচার্জ। যার জেরে দু’দলেরই বহু সমর্থক আহত হন। সেই ঘটনার ছবি ও ভিডিও দাবানলের মতো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
Eric Goes, Rodrygo’s father on Instagram:
“Is anyone surprised”
“The saint that doesn’t mess with anyone.” pic.twitter.com/PnCk6Twad2
— Real Madrid Info ³⁵ (@RMadridInfo) November 24, 2023
এমন উত্তপ্ত পরিস্থিতিতে বিরক্ত মুখে সতীর্থদের নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। আর্জেন্টিনা সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ করে তিনি বলে দেন, ‘‘আমরা খেলব না। আমরা বেরিয়ে যাচ্ছি।’’ ফলে ৩০ মিনিটের জন্য স্থগিত হয়ে যায় ম্যাচ। এই সময়ে মেসিকে উদ্দেশ্য করে রডরিগোকে বলতে শোনা গিয়েছে, ”তোমরা তো কাপুরুষের মতো আচরণ করছো। তোমরা কি খেলতে চাও না?”
ব্রাজিলের ২২ বছরের তরুণ ফুটবলারের এমন কথা শুনে নিজেকে শান্ত রাখতে পারেননি মেসি। রডরিগোকে উদ্দেশ্য করে মেসি বলেন, ”আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা কীভাবে কাপুরুষ হলাম? নিজেদের মুখ দেখো একবার।” সেই ম্যাচের দিন দুয়েক পরে রডরিগোর বাবা ইনস্টাগ্রামে লেখেন, ”কেউ কি বিস্মিত? এই সাধু নাকি কারওর সঙ্গে ঝামেলায় জড়ান না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.