Advertisement
Advertisement

Breaking News

কয়েনের বদলে ক্রেডিট কার্ড দিয়ে টস! বেনজির ঘটনা ফুটবল ম্যাচে

কোন ম্যাচে হল এমন কাণ্ড!

Referee uses credit card instead of coin for toss before Arsenal vs PSG clash
Published by: Subhajit Mandal
  • Posted:July 29, 2018 2:54 pm
  • Updated:July 29, 2018 9:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট হোক বা ফুটবল, কিম্বা অন্য কোনও খেলা। টস মানেই সাধারণত তা করা হয় কয়েনের মাধ্যমে। কখনও কখনও কোনও বিশেষ ম্যাচ বা সিরিজের জন্য বিশেষভাবে কয়েন তৈরি করা হয়। টুর্নামেন্টের গুরুত্বের কথা মাথায় রেখে অনেক সময় কয়েনের নকশা বদলে ফেলা হয়। কিন্তু টস করার জন্য আস্ত একটা ক্রেডিট কার্ড ব্যবহার করা? এ ঘটনা শুধু বিরলই নয়, নজিরবিহীন। কিন্তু তেমনটাই হল সিঙ্গাপুরে।

[যৌন হেনস্তার অভিযোগ সোনাজয়ী হিমার কোচের বিরুদ্ধে]

সিঙ্গাপুরে চলছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ। ইউরোপের বিখ্যাত ফুটবল ক্লাবগুলি প্রাক-মরশুম প্রস্তুতি ম্যাচ খেলতে হাজির হয়েছে সিঙ্গাপুরে। শুক্রবার তেমনই একটি ম্যাচ ছিল ইংল্যান্ডের ক্লাব আর্সেনাল আর ফ্রান্সের ক্লাব প্যারিস সাঁ জাঁ-র মধ্যে। ম্যাচটিতে একটি নয় দু’দুটি চমক ছিল। ম্যাচ শুরুর আগেই চমক দিয়েছিলেন রেফারি। ম্যাচ শুরুর আগে টানেলে আর্সেনালের অধিনায়ক তথা জার্মান বিশ্বজয়ী তারকা মেসুট ওজিলের কাছে অটোগ্রাফ চেয়ে বসেন তিনি। কাছে অন্য কিছু ছিল না, তাই বাধ্য হয়ে রেফারির হলুদ কার্ডটিতেই অটোগ্রাফ দিতে হল ওজিলকে। আসলে প্রিয় ফুটবলারকে হাতের কাছে পেয়ে তাঁর সই সংগ্রহের সুযোগটি হাতছাড়া করতে চাননি। এমনিতে বর্ণবিদ্বেষ, জাতীয় দল থেকে অবসর নিয়ে বেশ বিতর্কের মধ্যে রয়েছেন ওজিল। এর মধ্যে রেফারির এই কাণ্ড ওজিলকে অনুপ্রেরণা জোগাবে নিশ্চয়।

[আজ মোহনবাগান দিবসে আলো ঝলমল তাঁবু, নেই শুধু আবেগ]

ম্যাচের দ্বিতীয় কাণ্ডটি ঘটালেন আয়োজকরা। কয়েন নয়, কয়েনের বদলে টস হল ক্রেডিট কার্ডে। আসলে টুর্নামেন্টটি যারা স্পনসর করছিলেন সেই ইউনিয়ন পে ইন্টারন্যাশনাল নাকি চাইছিল এমনটাই। প্রচারের আলো কেড়ে কয়েনের বদলে টসের জন্য সংস্থাটির লোগো লাগানো ক্রেডিট কার্ডের মাধ্যমে টস হোক, চাইছিল সংস্থাটি। তাই কার্যত বাধ্য হয়েই ক্রেডিট কার্ডের মাধ্যমে টস করানোর সিদ্ধান্ত। কারণ যায় হোক, ফুটবলের ইতিহাসে এই কাণ্ড নজিরবিহীন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement