সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারদীয়ার শুভেচ্ছা জানাল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে স্পেনের বিখ্যাত ক্লাব লিখেছে, ‘হ্যাপি দুর্গাপুজো।’ বাংলাতেও লেখা হয়েছে, ‘শুভ দুর্গাপুজা।’ আর এই পোস্ট নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে।
রিয়াল মাদ্রিদ যে ছবিটি সোশাল মিডিয়ায় পোস্ট করেছে, তাতে টনি ক্রুজ, ফেডেরিকো ভালভার্দের মতো তারকাদের দেখা যাচ্ছে। রিয়ালের চিরাচরিত সাদা জার্সিতে দেখা যাচ্ছে কামাভিঙ্গা এবং ভিনিসিয়াসকে।
ছবিতে দেখা যাচ্ছে, এক ঢাকী ঢাক বাজাচ্ছেন। ঢাকের তালে পা দোলাচ্ছেন ফুটবলাররা। দূরে দেখা যাচ্ছে দুর্গা প্রতিমার মুখ। রিয়ালের পোস্টে মন্তব্য করেছেন ক্রীড়াপ্রেমীরা। কেউ লিখেছেন, ”শুভ শারদীয়া। কলকাতা আসার আমন্ত্রণ রইলো।” কেউ আবার লিখেছেন, ”হ্যাপি দুর্গাপুজা। ফ্রম বেঙ্গল, ইন্ডিয়া।”
ভারতের ফুটবল বাজার ধরাই এখন লক্ষ্য লা লিগার। দিন কয়েক আগে বাংলার মুখ্যমন্ত্রী স্পেনে গিয়ে লা লিগার সঙ্গে চুক্তি করেছেন। ইউরোপীয় ফুটবলের পীঠস্থান স্যান্টিয়াগো বের্নাবেউতে দাঁড়িয়ে মমতা বলেছিলেন, ”বাংলার রক্তে-ঘাসে-মাটিতে মিশে আছে ফুটবল।”
ফুটবল মিলিয়ে দিয়েছে কলকাতার সঙ্গে মাদ্রিদকেও। বাংলার উৎসব টানছে বিশ্বখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদকেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.