Advertisement
Advertisement

Breaking News

Real Madrid

ফের বিশ্বসেরা রিয়াল মাদ্রিদ, রেকর্ড পঞ্চমবার ক্লাব বিশ্বকাপ জিতলেন বেঞ্জেমারা

খেতাব জয়ে একের পর এক রেকর্ড গড়ছে রিয়াল মাদ্রিদ।

Real Madrid lift Club World Cup trophy for record 5th time | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 12, 2023 12:21 pm
  • Updated:February 12, 2023 12:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ফুটবলের অবিসংবাদী রাজা তারাই। ফের প্রমাণ করল রিয়াল মাদ্রিদ(Real Madrid)। পঞ্চমবারের জন্য ক্লাব বিশ্বকাপের খেতাব পকেটে পুরে ফেলল স্প্যানিশ ক্লাবটি।  ক্লাব বিশ্বকাপের ফাইনালে সৌদির ক্লাব আল-হিলালকে ৫-৩ গোলে হারিয়ে বিশ্ব ফুটবলের শিরোপা জিতে নিলেন ভিনিসিয়াসরা (Vinicius jr)।

সৌদির ক্লাবের বিরুদ্ধে ফেভারিট হিসাবেই নেমেছিল কার্লো অ্যানসোলেত্তির দল। সেই মতো গোটা ম্যাচ দাপিয়ে খেলে গেল তাঁরা। রিয়ালের হয়ে জোড়া গোল করলেন ভিনিসিয়াস জুনিয়র। দুটি গোল করলেন ফ্রেডরিক ভালভার্দেও। অপর গোলটি করলেন করিম বেঞ্জেমা (Karim Benzema)। রিয়ালের পাঁচ গোলের ফাঁকে ৩টি গোল করেছে বিপক্ষ আল-হিলালও। তাঁদের হয়ে দুটি গোল করেন লুসিয়ানো ভিয়েত্তো। একটি গোল করেন মৌসা মারেগা। তবে তিন গোল হজম করতে হলেও কোনও সময় মনে হয়নি যে রিয়াল হেরে যেতে পারে।

[আরও পড়ুন: ‘বিমানে বসেই পিচের ক্ষত দেখছিল ওরা’, অস্ট্রেলিয়াকে বিদ্রুপ রবীন্দ্র জাদেজার]

উল্লেখ্য, বিশ্বের সবকটি মহাদেশীয় ফুটবল ফেডারেশনের সেরা দলগুলিকে নিয়ে ক্লাব বিশ্বকাপের আয়োজন করা হয়। রিয়াল মাদ্রিদ গতবছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) জয়ের সুবাদে এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিল। মেগা টুর্নামেন্টে ছিল এশিয়া, ল্যাটিন আমেরিকা, আফ্রিকার সেরা দলগুলিও। তাঁদের মধ্যে সেরা হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) প্রাক্তন ক্লাব। এটা রিয়ালের পঞ্চম ক্লাব বিশ্বকাপ খেতাব। যা কিনা রেকর্ড। আর কোনও দল এতবার ক্লাব বিশ্বকাপ জেতেনি।

[আরও পড়ুন: ‘জাদেজা বলছে, আমাকে বল দাও, অশ্বিনেরও একই আবদার ‘, অদ্ভুত সমস্যার কথা বললেন রোহিত]

ক্লাব বিশ্বকাপ চালুর আগে ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার সেরা ক্লাবের মধ্যে ইন্টার কন্টিনেন্টাল কাপ হত। সেটাও তিনবার জিতেছে রিয়াল। বলে রাখা দরকার, ক্লাব বিশ্বকাপে খেতাব জয়ের পাশাপাশি সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ লিগ জয়ের রেকর্ডও রয়েছে রিয়ালের দখলেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement