সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জার্মান জাত্যাভিমানের কাছে ধ্বংস হয়েছে বার্সার সাম্রাজ্য। চ্যাম্পিয়ন্স লিগে লজ্জাজনক হারের পর প্রশ্ন উঠেছে এই শতছিন্ন টিম আর কতদিন? সোমবার জরুরি বোর্ড মিটিংয়ের পর সেই প্রশ্নের জবাব দিয়ে দিলেন বার্সেলোনার কর্তারা। দলকে ঢেলে সাজাতে নেওয়া হল একের পর এক বড় সিদ্ধান্ত। চাকরি গেল কোচ কিকে সেতিয়েনের (Quique Setien)।
৮-২। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে শেষ আটে এত বড় ব্যবধানে হারেনি কোনও দল। বায়ার্নের কাছে লজ্জার হারের পর ভেঙে পড়েছেন বার্সার কর্মকর্তা থেকে সমর্থকরা। আর এই হারের প্রথম বলি হচ্ছেন বার্সার হেড কোচ। সোমবার দীর্ঘ বৈঠকের পর মেসিদের হেড কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করা হয়েছে। জানুয়ারিতে ভালভারদের চাকরি যাওয়ার পর দায়িত্বে আসেন সেতিয়েন। কিন্তু মাত্র সাত মাসেই তাঁকে বিদায় করছে ক্লাব। শুধু কিকেকে বিদায় করাই নয়। নতুন কোচ বাছাইয়ের কাজটাও মোটামুটি সারা। শোনা যাচ্ছে নেদারল্যান্ডের জাতীয় দলের কোচ রোনাল্ড কোম্যান হতে চলেছেন বার্সার পরবর্তী কোচ। তাঁর সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে দল।
সোমবারের বোর্ড মিটিংয়ে ঠিক হয়েছে, এবার শুধু কোচ নয়, ফুটবলারদেরও শাস্তি পেতে হবে। শোনা যাচ্ছে মোট চারজন বাদে বার্সার পুরো দলটাকেই নাকি বেচে ফেলার পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বারতেমেউ। অদরকারীদের তালিকায় আছেন, সুয়ারেজ, গ্রিজম্যান, পিকে, সের্জিও, আলাবাদের মতো প্রথম সারির তারকারা। যে চারজন ফুটবলারকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন মেসি (Lionel Messi) । বার্সা সবাইকে বেচতে চাইলেও মেসিকে বেচতে চায় না। এখন প্রশ্ন হল, মেসি কি এর পরেও কেরিয়ারের বাকি সময়টুকু বার্সেলোনার (Barcelona) মতো শতছিন্ন টিমে কাটাবেন? নাকি নতুন কোনও চ্যালেঞ্জের জন্য তিনি তৈরি?” শোনা যাচ্ছে, লিও নাকি বার্সেলোনায় আর নতুন চুক্তিতে সই করতে চান না। নেইমারের বদলে গ্রিজম্যানকে আনা নিয়ে বার্সার সঙ্গে মেসির ঝামেলা বহু দিন চলছে। সে দিক থেকে দেখলে, নেইমার এরপরেও না এলে মেসি কিন্তু বার্সা ছাড়ার কথা ভাবতেই পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.