Advertisement
Advertisement
Brazil Qatar World Cup

বিতর্কিত নায়ক থেকে দলের অভিভাবক নেইমার, কোয়ার্টার ফাইনালের আগে মদ্রিচদের হুঁশিয়ারি ব্রাজিলের

অনেকটাই সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন অ্যালেক্স সান্দ্রো।

Qatar World Cup: Brazil confident before quarter final match against Croatia | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 8, 2022 12:40 pm
  • Updated:December 8, 2022 4:06 pm

দুলাল দে, দোহা: কাপ (Qatar World Cup) কার হাতে উঠবে, তার থেকেও কাতারে এই মুহূর্তে বেশি আলোচনা হচ্ছে পর্তুগাল শিবিরের সমস্যা নিয়ে। সুপারস্টার সিআর বনাম কোচ স্যান্টোসের ইগোর লড়াই এখন রীতিমতো ‘ওপেন সিক্রেট!’এই আবহেই ব্রাজিল শিবিরের ফুরফুরে ভাবটা আর বেশি চোখে পড়ছে। বিশেষত নেইমার (Neymar) নিয়ে সতীর্থদের আবেগ। বিশ্বকাপের শুরু থেকে রোনাল্ডো নিয়ে প্রশ্নের জবাব কেমন একটা যান্ত্রিকভাবে দিয়েছেন ব্রুনো, ক্যান্সেলোরা। সেখানে নেইমার নিয়ে অকৃত্রিম ভালবাসা টের পাওয়া যায় সতীর্থদের কথায়।

বুধবার যেমন বলে গেলেন ভিনিসিয়াস জুনিয়ার, “নেইমারকে সামনে রেখেই বড় হয়েছি। ও আমার আইডল। প্রথম যখন জাতীয় দলে এলাম, ওর প্রতি একটা সম্ভ্রম কাজ করত। কিন্তু এখন যেন আমরা দুই ভাই। শুধু আমার সঙ্গে না, দলের সবার সঙ্গেই ওর সম্পর্ক ভাইয়ের মতো।” নেইমারের এমন ভূমিকার একটা বড় কারণ, এবারের স্কোয়াডে থাকা ১৬ ফুটবলারের এটাই প্রথম বিশ্বকাপ। অধিকাংশের বয়সই কুড়ি-পঁচিশ। আর এই ‘ইয়ং ব্রিগেড’কে পথ দেখাচ্ছেন নেইমার।

Advertisement

আগের দিন কোরিয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে দেখলাম, রাফিনহার গলা জড়িয়ে মাঠে আসছেন ব্রাজিল (Brazil) ফুটবলের পোস্টারবয়। রাফিনহার কানে কানে যেন কিছু বলছিলেন নেইমার। কী বলছিলেন? সেকথাও বললেন ভিনিসিয়াস, “নেইমার সবসময় আমাদের বিশ্বকাপ নিয়ে নানা কথা বলে। আমরা দীর্ঘদিন বিশ্বকাপ নিয়ে প্রস্তুতি নিচ্ছি। ও প্রথম থেকেই বলে আসছে, বিশ্বকাপ অন্যরকম মঞ্চ। এটা এমন একটা প্রতিযোগিতা, যার সঙ্গে কিছুর তুলনা হয় না।” নেইমার যে একটুও বাড়িয়ে বলেননি, তা টের পেয়েছেন ভিনিসিয়াসরা, “সত্যিই বিশ্বকাপ অন্যরকম। বিশেষত ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময়ই তফাৎটা বুঝতে পারছি।”

[আরও পড়ুন: ‘যে থালায় খাচ্ছেন, সেখানেই থুতু ফেলছেন!’, দাদার নিন্দুকদের তীব্র কটাক্ষ রোনাল্ডোর বোনের]

আসলে নেইমার এমনই। একটা সময় নেইমার আর বিতর্ক সমার্থক ছিল। কিন্তু বিশ্বকাপের আসরে কোনও ঝঞ্ঝাট নেই তাঁকে নিয়ে। তিতের বাধ্য ছাত্র, দলের জুনিয়ারদের দাদা। এরমধ্যে আরও সুখবর ব্রাজিল শিবিরে। অনেকটাই সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন অ্যালেক্স সান্দ্রো। ম্যাচ ফিট হলে লেফট ব্যাকে ফিরবেন তিনি। আর দানিলো ফিরবেন নিজের জায়গা রাইট ব্যাকে। তবে পুরোটাই নির্ভর করছে বৃহস্পতিবার অনুশীলনে সান্দ্রো কেমন খেলে তার উপর। সান্দ্রো খেললে সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের একাদশটাই নামবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। নয়তো কোরিয়ার ম্যাচের লাইন আপই ধরে রাখবেন তিতে।

এদিকে কিছুটা হুঁশিয়ারির সুরেই বললেন, “দক্ষিণ কোরিয়া ম্যাচের পর বিশ্রামের জন্য যথেষ্ট সময় পেয়েছি আমরা। ফলে ক্রোয়েশিয়া (Croatia) ম্যাচ নির্ধারিত সময়ে শেষ না হলেও আমাদের কোনও সমস্যা হবে না। ১২০ মিনিট দৌড়ানোর মতো একঝাঁক ফুটবলার ব্রাজিলের স্কোয়াডে আছে।” উল্টে আগের ম্যাচে ৩০ মিনিট অতিরিক্ত খেলার জন্য ক্রোটরাই পিছিয়ে থাকবেন বলে মনে করছেন ব্রাজিল অধিনায়ক, “গতবার ফাইনালে কী হয়েছে আমরা সবাই দেখেছি। ফাইনালে ফ্রান্সের সঙ্গে ক্রোয়েশিয়া দৌড়ে পাল্লা দিতে পারেনি। কারণ ওরা বাস্তবে পুরো একটা ম্যাচ বেশি খেলেছিল নকআউট রাউন্ডে।” 

[আরও পড়ুন: স্পেনকে হারিয়ে প্যালেস্টাইনের পতাকা নিয়ে উদযাপন, ফিফার শাস্তির কবলে কি পড়বে মরক্কো?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement