Advertisement
Advertisement

Breaking News

ফ্রেঞ্চ লিগে সাঁ জাঁ-র হার, কাজে এল না মেসি-এমবাপে ম্যাজিক

সমতা ফেরানোর সুযোগ নষ্ট করেন এমবাপে।

PSG suffer shock loss to Rennes । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:January 16, 2023 11:03 am
  • Updated:January 16, 2023 3:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাগজ-কলমে অন্যতম সেরা আক্রমণভাগ প্যারিস সাঁ জাঁর (PSG)। কিলিয়ান এমবাপের (Mbappe) মতো একজন ফিনিশার রয়েছেন, যিনি যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। রয়েছেন  লিও মেসি (Lionel Messi) নামের এক ফুটবল জাদুকর। আছেন নেইমারও (Neymar)। তবুও প্যারিস সাঁ জাঁ-কে হারতে হল লিগ ওয়ানের ম্যাচে। লিগ ওয়ানে রেঁনের কাছে ১-০ গোলে হার মানল মেসি-এমবাপে-নেইমারের পিএসজি। এই ম্যাচ হারার ফলে অবশ্য লিগ তালিকায় সাঁ জাঁর অবস্থানের কোনও পরিবর্তন হল না। তারা শীর্ষেই রইল। 

লিগে একনম্বর স্থানে থাকলেও প্রতিপক্ষ রেঁনের বিরুদ্ধে সাঁ জাঁ কিন্তু সেরকম দাপট দেখাতে পারে না। পরিসংখ্যান তেমনটাই বলছে। আগের তিন বারের সাক্ষাতে এক বার ড্র হয়েছে সাঁ জাঁ-র সঙ্গে। বাকি দুটিতে হার মেনেছে নেসি-নেইমারের ক্লাব। এবারও প্যারিস সাঁ জাঁকে হার মানতে হল।  

Advertisement

[আরও পড়ুন: এল ক্লাসিকোতে হার রিয়ালের, ঝড় তুলে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement