Advertisement
Advertisement
Kylian Mbappe

পিএসজি অতীত, কোথায় নাম লেখাতে চলেছেন ফ্রান্সের তারকা এমবাপে?

জেনে এমবাপের নতুন ক্লাবের নাম।

PSG star Kylian Mbappe set to join Real Madrid at end of season। Sangbad Pratidin

কিলিয়ান এমবাপে।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 4, 2024 12:40 pm
  • Updated:February 4, 2024 12:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) কি প্যারিস সাঁ জাঁ (Paris Saint Germain F.C) ছাড়ছেন? গত কয়েক মাস ধরে এই খবর নিয়ে তোলপাড় ছিল বিশ্ব ফুটবল। অবশেষে সেই খবরই সত্যি হতে চলেছে। পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে (Real Madrid) যাচ্ছেন ফ্রান্সের (France) অধিনায়ক। সংবাদসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ব্যতিক্রমী গতি, ড্রিবলিং ক্ষমতা এবং ক্লিনিকাল ফিনিশিং এমবাপেকে বিশ্বের অন্যতম প্রধান ফুটবলার হিসেবে পরিচিত। লিগ ১-এ তাঁর সাফল্য এবং ফ্রান্স (France) জাতীয় দলে তাঁর ভূমিকা থাকা সত্ত্বেও রিয়াল মাদ্রিদের হয়ে খেলার ইচ্ছা বরাবরই ছিল এমবাপের মধ্যে। সেই সাধ তাঁর পূরণ হতে চলেছে।

গত বছরেই এমবাপে পিএসজির সঙ্গে তাঁর চুক্তি পুনর্নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই কোনও ট্রান্সফার ফি ছাড়াই নতুন দলে যোগ দেওয়ার সুযোগ ছিল তাঁর কাছে। এমবাপে খুব শিগগিরই রিয়াল মাদ্রিদের সঙ্গে একটি প্রাক-চুক্তি চুক্তি ঘোষণা করবেন বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর পিএসজি ৭২ মিলিয়ন ইউরো বেতন বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছিল এমবাপেকে। সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুরনো ক্লাবের জার্সি গায়ে চাপাতে চলেছেন।

Advertisement

[আরও পড়ুন: সাদা-কালো শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন?]

এমবাপে যদি রিয়াল মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্ত নেন তবে এটি তাদের জন্য একটি বিশাল সাফল্য হবে। কারণ এটি একটি বিনামূল্যে ট্রান্সফার হবে। উল্লেখযোগ্যভাবে ২০১৮ সালের বিশ্বকাপজয়ী এর আগে ইংলিশ ক্লাব লিভারপুলে যোগদানের গুজব উড়িয়ে দিয়েছিলেন। পিএসজি-র হয়েও দুর্দান্ত খেলেছেন এমবাপে।

ফ্রান্সের হয়ে ৭৫টি ম্যাচে ৪৬টি গোল করেছেন এমবাপে। এমনকি পিএসজি-র জার্সিতেও সাফল্য পেয়েছেন তারকা স্ট্রাইকার। মোট ১৬৮টি ম্যাচে তাঁর গোল সংখ্যা ১৫৫। এহেন এমবাপে রিয়াল মাদ্রিদে গিয়ে কেমন পারফর্ম করেন সেটাই দেখার।

[আরও পড়ুন: কাকে সাফল্য উৎসর্গ করলেন বুমরাহ? রুট না অলি পোপ, সেরা উইকেট কার?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement