Advertisement
Advertisement
Ballon d'Or

মেসি-রোনাল্ডো যুগের অবসান! ২০ বছরে প্রথমবার ব্যালন ডি’অরের দৌড়ে নেই দুই মহারথী

মেসি-রোনাল্ডোর অনুপস্থিতিতে কে জিততে পারেন ব্যালন ডি'অর?

Primary list of Ballon d'Or without Messi and Ronaldo

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 5, 2024 3:50 am
  • Updated:September 5, 2024 3:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২০ বছর ধরে বিশ্ব ফুটবলকে শাসন করেছেন তাঁরা। দুই মহারথীর দ্বৈরথ দেখতে আজও মুখিয়ে থাকেন ফুটবলপ্রেমীরা। এবার কি সেই যুগের অবসান হতে চলেছে? সেরকমই ইঙ্গিত মিলল ব্যালন ডি’অর তালিকায়। কারণ লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকা প্রকাশ করা হল। অর্থাৎ ২০২৪ সালে সেরা ফুটবলারের শিরোপা উঠবে না এলএমটেন বা সিআরসেভেনের হাতে।

২০২৩ সালের ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছিলেন রোনাল্ডো। সেবারই নজির গড়ে অষ্টমবার ব্যালন ডি’অর উঠেছিল মেসির হাতে। কিন্তু বছর ঘুরতেই পালটে গেল ছবিটা। গতবারের বিজয়ীকে বাদ দিয়েই ব্যালন ডি’অর প্রাপকদের প্রাথমিক তালিকা প্রকাশিত হল। তাহলে কি বিশ্ব ফুটবলে শেষ মেসি-রোনাল্ডো যুগ? ইঙ্গিত মিলতেই মন খারাপের সুর ফুটবলপ্রেমীদের মনে।

Advertisement

[আরও পড়ুন: একদিনে জোড়া সোনা, প্যারালিম্পিকে ২৪ পদক জিতে ইতিহাস ভারতের

দুই তারকাই এখনও সমানতালে খেলে চলেছেন নিজেদের ক্লাবে। যদিও ইউরো কাপ থেকে অবসর নিয়ে ফেলেছেন রোনাল্ডো। তবে আর্জেন্টিনার জার্সিতে চলতি বছরেও কোপা আমেরিকা জিতেছেন মেসি। উল্লেখ্য, ২০০৪ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রত্যেকবার ব্যালন ডি’অরের মনোনয়ন পেয়েছেন রোনাল্ডো। তার মধ্যে পাঁচবার জিতেছেন। অন্যদিকে ২০০৬ সাল থেকে ২০২৩ পর্যন্ত মনোনয়ন ছিল মেসির। তাঁর দখলে রয়েছে ৮টি ব্যালন ডি’অর। গত ২০ বছরে এই প্রথমবার দুই মহাতারকাকে বাদ দিয়েই প্রকাশিত হল ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকা।

মেসি-রোনাল্ডোর অনুপস্থিতিতে কে জিততে পারেন ব্যালন ডি’অর? ৩০ জনের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম কিলিয়ান এমবাপে। এছাড়াও রয়েছেন জুড বেলিংহ্যাম, টোনি ক্রুস, ভিনিসিয়াস জুনিয়র, আর্লিং হালান্ডের মতো তারকারা। আগামী ২৮ অক্টোবর ঘোষিত হবে ব্যালন ডি’অরের বিজয়ীর নাম। কার হাতে উঠবে ট্রফি?

[আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে এগিয়ে ভারত, প্রতিপক্ষ কি ‘পুরনো শত্রু’রাই?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement