Advertisement
Advertisement

কিংবদন্তী চুনী গোস্বামীর মুকুটে নয়া পালক, প্রাক্তন ফুটবলারের নামে এবার ডাকটিকিট

শচীনের পর আরও এক পুরুষ ক্রীড়াবিদের নামে পোস্টাল স্ট্যাম্প।

Postal Stamp in the name of Legendary EX Footballer Chuni Goswami
Published by: Subhamay Mandal
  • Posted:January 11, 2020 12:18 pm
  • Updated:January 11, 2020 12:18 pm  

গৌতম ভট্টাচার্য: খেলাধুলোর জীবন তাঁকে দু’হাত ভরে দিয়েছে। ক্রিকেট এবং ফুটবল মিলে এত বর্ণময় জীবন এবং এত পুরস্কার ভারতের খুব কম ক্রীড়াবিদের ভাগ্যে জুটেছে। আগামী বুধবার তাঁর ৮২তম জন্মদিন। আর সেই দিনই কিনা তাঁর টুপিতে জুড়ছে নতুন সম্মানের পালক। তিনি- কিংবদন্তি চুনী গোস্বামী হতে যাচ্ছেন প্রথম ভারতীয় ফুটবলার যাঁর নামে পোস্টেজ স্ট্যাম্প হচ্ছে। মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর নামে পোস্টেজ স্ট্যাম্প থাকলেও ভারতীয় পুরুষ ক্রীড়াবিদদের মধ‌্যে এই বিরল কৃতিত্বের মালিক এর আগে মাত্র একজন। যাঁর নাম শচীন তেণ্ডুলকর।

শুক্রবার পোস্টাল ডিপার্টমেন্টের লোকেরা চুনীর বাড়িতে এসে তাঁর নানান ছবি নিয়ে গিয়েছেন। কোন ছবিটা স্ট্যাম্পে বসবে সেটা এখনও গোস্বামী পরিবার জানেন না। তবে তাঁর নামে স্ট্যাম্প হচ্ছে শুনে স্বভাবতই আবেগতাড়িত হয়ে পড়েন চুনী। ‘সংবাদ প্রতিদিন’-কে যোধপুর পার্কের বাড়িতে বসে বললেন, “শচীনের পর আমি ভেবে খুবই সম্মানিত বোধ করছি। জীবনে অনেক সম্মান পেয়েছি। প্রান্তে এসে এই সম্মান আমাকে আবার নতুন অনুপ্রেরণা জোগাল।’’

Advertisement

[আরও পড়ুন: স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে হার বার্সার, মেজাজ হারিয়ে সতীর্থদের দুষলেন মেসি]

কথা বলে মনে হল স্বাস্থ‌্যজনিত নানা সমস‌্যায় এক বছর ধরে আক্রান্ত চুনী নতুন সম্মানে যেন জীবনযুদ্ধের আবার বল পেলেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement