Advertisement
Advertisement
Cristiano Ronaldo

ধর্ষণে অভিযোগের জের, পরের দুই ম্যাচে বাদ রোনাল্ডো

কী জানালেন কোচ?

Cristiano Ronaldo to miss matches against Scotland & Poland
Published by: Sulaya Singha
  • Posted:October 4, 2018 9:09 pm
  • Updated:June 18, 2019 4:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের জার্সি গায়ে আসন্ন দুটি আন্তর্জাতিক ম্যাচে খেলবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু কেন? তিনি তো এক্কেবারে ফিট। ক্লাবে নিয়মিত অনুশীলনও করছেন। তাহলে? ফুটবল মহলে কান পাতলে শোনা যাচ্ছে ধর্ষণে নাম জড়ানোর কারণেই নাকি দল থেকে বাদ পড়েছেন সিআর সেভেন।

[নির্বাচনের আগেই টুটু-অঞ্জনের মধ্যে সৌহার্দ্যের বার্তা]

বৃহস্পতিবার পর্তুগালের জাতীয় দলের কোচ ফার্নান্দো স্যান্টোস জানিয়ে দেন, পোল্যান্ড ও স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচ রয়েছে। কিন্তু সে দলে দেখা যাবে না জুভেন্তাসের তারকাকে। কিন্তু কেন খেলবেন না তিনি? সে বিষয়ে কিছুই বলেননি কোচ। শুধু জানিয়েছেন, তাঁকে বিশ্রাম দেওয়া হল। সাসপেনশনের কারণে চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচে ক্লাবের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। পাশাপাশি সেপ্টেম্বরে ক্রোয়েশিয়া এবং ইতালির বিরুদ্ধেও খেলেননি তিনি। এবার আগামী মাসে উয়েফা ন্যাশানস লিগে পোল্যান্ডের বিরুদ্ধে এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচটিতেও দলের বাইরেই থাকতে হবে তাঁকে।

Advertisement

[দুর্দান্ত শতরান পৃথ্বীর, ওয়েস্ট ইন্ডিজ টেস্টের প্রথম দিনই বিরাট রান ভারতের]

দিন কয়েক আগে এক মার্কিন মহিলা অভিযোগ তোলেন, রোনাল্ডো নাকি ২০০৯ সালে তাঁকে ধর্ষণ করেছিলেন। মরশুম শেষে ছুটি কাটাতে গিয়ে লাস ভেগাসের একটি বিলাসবহুল হোটেলে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক হয় রোনাল্ডোর। ক্যাথরিন মায়োরগা নামের ওই মহিলা একটি জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন। ঘটনায় আদালতেরও দ্বারস্থ হন ক্যাথরিন।এমনকী ক্যাথরিনের দাবি, সেসময় শারীরিক সম্পর্কের জন্য মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন রোনাল্ডো। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রোনাল্ডো। সিআর সেভেন বলেন, “এটা ফেক নিউজ। লোকেরা বিখ্যাত হতে চান, শিরোনামে আসতে চান। আর সেজন্যেই আমার নাম ব্যবহার করা হচ্ছে। লোকেরা আমার নাম নিয়ে নিজেদের প্রচার চালাচ্ছে। কিন্তু এসব আমাদের সামলাতেই হয়, এসব নিয়েও আমি সুখী।” রোনাল্ডো যতই অস্বীকার করুন, মার্কিন মডেলের আদালতে পেশ করা নথিতে রোনাল্ডোর অস্বস্তি কিছুটা হলেও বাড়বে বলে মনে করা হচ্ছে। আর এই কারণেই তাঁকে মাঠের বাইরে থাকতে হচ্ছে কিনা, সে নিয়েই এখন জল্পনা শুরু হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement