Advertisement
Advertisement

Breaking News

Durand Cup

ডুরান্ড কাপ কলকাতাতেই, তিন প্রধানের দাবি মেনে অনুমতি দিল পুলিশ

ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল কলকাতাতেই আয়োজন করার অনুমতি দিল পুলিশ।

Police allows to organize Durand Cup in Kolkata

ডুরান্ড কাপ। ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 21, 2024 3:33 pm
  • Updated:August 21, 2024 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল কলকাতাতেই আয়োজন করার অনুমতি দিল পুলিশ। মঙ্গলবারই সাংবাদিক সম্মেলন করে একযোগে তিন প্রধান দাবি করেছিলেন, নির্ধারিত সূচি মেনে কলকাতাতে খেলা হোক ডুরান্ড কাপের ম্যাচ। পরের দিনই পুলিশের তরফে টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যদি সেমিফাইনালে ওঠে তাহলে ঘরের মাঠেই দর্শকদের সামনে খেলতে পারবে দুই দল।

[আরও পড়ুন: এবার আইসিসির চেয়ারম্যান পদে জয় শাহ! তুঙ্গে জল্পনা

গত রবিবার ছিল ডুরান্ড কাপের ডার্বি। আর জি কর কাণ্ডের প্রতিবাদে গ্যালারিতে ‘প্রতিবাদী’ টিফো নামানোর পরিকল্পনা করে দুই প্রধান মোহনবাগান-ইস্টবেঙ্গলের সমর্থকরা। এর মাঝেই আচমকা শনিবার দুপুরে বাঙালির বড় ম্যাচ বাতিল করে ডুরান্ড কর্তৃপক্ষ। রবিবার সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত পুলিশ কমিশনার (বিধাননগর জোন) অনীশ সরকার জানান, “কিছু লোক, কয়েকটি সংগঠন ম্যাচে অশান্তি পাকানোর চেষ্টা করছিল। আমরা আগাম সেই খবর পেয়েছিলাম। বিষয়টি ডুরান্ড কর্তৃপক্ষকে জানানো হয়। উপস্থিত ৬০-৬২ হাজার দর্শকের নিরাপত্তার কথা ভেবেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।” এমনকি ডুরান্ডের বাকি ম্যাচগুলোও সরিয়ে নিয়ে যাওয়া হয় কলকাতার বাইরে।

Advertisement

[আরও পড়ুন: লাজংয়ের ভরা গ্যালারি ভাবনা কোচ কুয়াদ্রাতের

এহেন পরিস্থিতিতে মঙ্গলবার একসঙ্গে বৈঠক করে কলকাতার তিন প্রধান। যৌথভাবে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ডার্বি ম্যাচ অতীত। কিন্তু প্রশাসনের কাছে অনুরোধ জানানো হচ্ছে যেন ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হয় কলকাতায়। সেই সঙ্গে সমর্থকদের কাছে অনুরোধ, তাঁরা যেন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন, শান্তিপূর্ণভাবে ম্যাচ উপভোগ করেন। তিন প্রধানের যৌথ আবেদনের পরদিনই ডুরান্ড কাপ কলকাতায় আয়োজনের অনুমতি দিল পশ্চিমবঙ্গ পুলিশ। জানা গিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই কলকাতায় ডুরান্ডের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হবে। তবে এখনও এই নিয়ে সরকারি ঘোষণা হয়নি। প্রশাসনের সঙ্গে আলোচনার পরে ডুরান্ডের সূচি নিয়ে ঘোষণা করবে কর্তৃপক্ষ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement