Advertisement
Advertisement
ফিল ফোডেন

হোটেলের ঘরে মহিলা নিয়ে ‘ফূর্তি’, যুবভারতী মাতানো ফুটবলারকে ছেঁটে ফেলল ইংল্যান্ড

হোটেলের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই বিপাকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপজয়ী ফুটবলার।

Phil Foden and Mason Greenwood axed for FOUR England games
Published by: Subhajit Mandal
  • Posted:September 8, 2020 5:36 pm
  • Updated:September 8, 2020 5:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিল ফোডেন (Phil Foden)। কলকাতার ফুটবলপ্রেমীদের মনে থাকার কথা নামটা। কারণ, মাত্র বছর তিনেক আগেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে যুবভারতী মাতিয়ে গিয়েছেন ইংল্যান্ডের এই তারকা। বয়স মাত্র ২০ বছর। এখন খেলেন ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City ) হয়ে। উজ্বল ভবিষ্যৎ। কিন্তু এ হেন তারকা এবার শিরোনামে এলেন বিতর্কিত কারণে। টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে হোটেলের ঘরে দুই মহিলাকে প্রবেশ করানোর অপরাধে ৪ ম্যাচের জন্য তাঁকে সাসপেন্ড করল ইংল্যান্ড ফুটবল দল।

Foden-2
আইসল্যান্ডের সেই মডেল

ফোডেন একা নন, আরও এক ইংল্যান্ড তারকা মেসন গ্রিনউডও (Mason Greenwood) একই দোষে দোষী। ফোডেনের মতো গ্রিনউডও প্রতিভাবান ফুটবলার। তিনি খেলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United)। আসলে জাতীয় দলের হয়ে আইসল্যান্ডে খেলতে গিয়ে ২০ বছরের ফোডেন এবং ১৮ বছরের গ্রিনউড একসঙ্গেই দুই মহিলাকে লুকিয়ে টিম হোটেলে ঢোকান। ২০ বছরের এক মডেল নাদিয়া লিন্ডাল এবং তাঁর বোন ফোডেন এবং গ্রিনউডদের ঘরে যান। হোটেলের সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়তেই ফ্যাসাদে পড়ে যান দুই তারকা। একে তো ওই দুই মহিলা অপরিচিত। তার উপরে আবার করোনা বিধিভঙ্গ। জোড়া অপরাধে তাঁদের চার ম্যাচ করে নির্বাসনের সিদ্ধান্ত নিয়েছে ফুটবল অ্যাসসিয়েশন। যদিও সরকারিভাবে শাস্তির মেয়াদ ১ ম্যাচ। তবে, সূত্রের খবর, আগামী মাসে ইংল্যান্ডের যে গোটা তিনেক ম্যাচ খেলার কথা, তাতেও ওই তিন তারকাকে ডাকা হবে না। সেই সঙ্গে আইসল্যান্ডের প্রশাসনকে মোটা অঙ্কের জরিমানাও দিতে হবে।

Advertisement
Foden-4
ফিল ফোডেন

[আরও পড়ুন: অবশেষে বার্সার প্র্যাকটিসে হাজির মেসি, সুস্থ হয়ে জাতীয় দলে ফেরার ইঙ্গিত রোনাল্ডোর]

আসলে ইংল্যান্ডের মতো দেশে ফুটবলাররা হোটেলে বান্ধবীদের নিয়ে যাবেন, সেটা নতুন কিছু নয়। কিন্তু ফোডেনরা যাদের নিয়ে গিয়েছিলেন তাঁদের সম্পর্কে টিম ম্যানেজমেন্টের কাছে কোনও তথ্য ছিল না। তার উপর করোনা পরিস্থিতিতে ফুটবলারদের ঘরে সতীর্থদের ঢোকা পর্যন্ত নিষিদ্ধ। কিন্তু এই দুই তারকা দায়িত্বজ্ঞানহীনের মতো দু’জন অপরিচিত মহিলাকে নিয়ে চলে আসেন। ফলে কড়া শাস্তি পেতে হল তাঁদের। শুধু এফএ বা আইসল্যান্ড প্রশাসন নয়, দুই তারকার দুই ক্লাবের তরফেও এই ঘটনার কড়া নিন্দা করা হয়েছে। চাপে পড়ে ক্ষমাও চেয়ে নিয়েছেন ওই দুজন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement