Advertisement
Advertisement

Breaking News

Manchester City

ব্রাজিলের ফ্লুমিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জয়ী ম্যান সিটি, কোচ হিসেবে অনবদ্য নজির পেপের

চলতি মরশুমে পাঁচটি খেতাব জিতল ইংল্যান্ডের ক্লাবটি।

Pep Guardiola sets new record, Manchester City wins club world cup । Sangbad Pratidin

ম্যাঞ্চেস্টার সিটির হয়ে সোনা ফলালেন পেপ। ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:December 23, 2023 2:52 pm
  • Updated:December 23, 2023 3:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ট্রফিই জেতা হয়ে গিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City)। পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে বাকি ছিল কেবল ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ। গতবার ম্যাঞ্চেস্টার সিটি জিতে নিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ।
বাকি ছিল কেবল ক্লাব ওয়ার্ল্ড কাপ। সেটাও জিতে নিল ইংল্যান্ডের ক্লাবটি। সৌদি আরবে অনুষ্ঠিত ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি ৪-০ গোলে হারায় ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সকে। ২০২৩ সালে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ম্যাঞ্চেস্টার সিটি। 

[আরও পড়ুন: মোদির কাছে যেতে বাধা, ফুটপাতে পদ্মশ্রী রেখে এলেন বজরং, সরব প্রিয়াঙ্কা]

খেলার শুরু থেকেই গোলবর্ষণ শুরু হয় ম্যান সিটির। ম্যাচ যত গড়াতে থাকে, ম্যাঞ্চেস্টার সিটি ততই গোলসংখ্যা বাড়াতে থাকে। জুলিয়ান আলভারেজ জোড়া গোলকরেন। ফ্লুমিনেন্সের নিনো আত্মঘাতী গোল করেন। ৭২ মিনিটে ফিল ফোডেন একটিগোল করেন। 

বার্সেলোনার কোচ থাকার সময়ে পেপ গুয়ার্দিওলা প্রায় সব ট্রফিই জিতে নিয়েছিলেন। এবার ম্যাঞ্চেস্টার সিটির হয়ে সেই একই কাজ করলেন তিনি। ইংল্যান্ডের ক্লাবের হয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার ফলে নজির গড়লেন গুয়ার্দিওলা। প্রথম কোচ হিসেবে তিনটি ভিন্ন ক্লাবের হয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতলেন বিখ্যাত স্প্যানিশ কোচ। বার্সার হয়ে ২০০৯ এবং ২০১১ সালে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০১৩ সালে বায়ার্ন মিউনিখের হয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন তিনি। এবার ম্যাঞ্চেস্টার সিটির হয়ে খেতাব জিতলেন। 

[আরও পড়ুন: সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে মাটি ধরাল বাংলাদেশ, নেপিয়ারে ইতিহাস বাংলার বাঘেদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement