Advertisement
Advertisement

Breaking News

Indian Football

অর্থের অভাবে জুটছে না চার্টার্ড বিমান, বিশ্বকাপের যোগ্যতা পর্ব খেলতে সাধারণ যাত্রীদের মতোই যাবেন সুনীলরা

২১ মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচ খেলবে ভারত।

Paucity of fund, no chartered flight for Stimac’s squad to Saudi Arabia for World Cup qualifier against Afghanistan

ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:March 14, 2024 4:18 pm
  • Updated:March 14, 2024 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে ভারত-আফগানিস্তান (India vs Afghanistan) মুখোমুখি হচ্ছে ২১ মার্চ। সৌদি আরবের আভাতে ম্যাচের বল গড়াচ্ছে। কিন্তু অর্থের অভাবে এবং চার্টার্ড বিমানের অভাবে ৪০ সদস্যের ভারতীয় ফুটবল দলকে (Indian Football Team) সাধারণ বিমানে পাঠানো হবে বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচ খেলতে।
ভারত-আফগানিস্তান বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের আগে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভারতীয় ফুটবল দলকে চার্টার্ড বিমানে পাঠানো হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি থেকে সরে আসছে ফেডারেশন। এআইএফএফ-এর একটি সূত্র জানাচ্ছে, দিল্লি থেকে জেদ্দা, তার পরে সেখান থেকে আভা যাবে ভারতীয় দল।  

 

Advertisement

[আরও পড়ুন: আট বছরের অপেক্ষার অবসান, বিদর্ভকে হারিয়ে রনজি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই]

অর্থের অভাবের জন্যই চার্টার্ড বিমান জোগাড় করা সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে। আরও একটি সূত্র মতে শোনা যাচ্ছে, চল্লিশ জনের ভারতীয় দলকে নেওয়ার মতো বিমানই নাকি পাওয়া যাচ্ছে না।
এর আগে বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে কুয়েতকে ০-১ গোলে হারিয়েছে ভারত। আফগানদের বিরুদ্ধে ভারত কী করে সেটাই দেখার। 

[আরও পড়ুন: গাভাসকরের ভর্ৎসনায় বদলে গিয়েছেন দেশের তারকা ক্রিকেটার, ব্যাটে এখন রানের বন্যা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement