Advertisement
Advertisement
Pakistan SAFF Cup

ভিসা সমস্যায় আটকে পাকিস্তান, ভারতে আসার কয়েক ঘণ্টার মধ্যেই সাফ কাপে নামবে দল

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ভারতের মুখোমুখি পাকিস্তান।

Pakistan Football squad in visa trouble, will face India within few hours of landing | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 20, 2023 10:34 am
  • Updated:June 20, 2023 10:34 am

দুলাল দে: ক্রিকেট বিশ্বকাপ খেলতে পাক (Pakistan) দল আদৌ ভারতে আসবে কিনা, তা নিয়ে জটিলতা বেড়েই চলেছে। ফুটবল দলকে নিয়ে এতদিন সেই সমস্যা ছিল না। ভারতে আয়োজিত সাফ কাপে (SAFF Cup) অংশ নেওয়ার কথা ছিল পাক দলের। কিন্তু এবার প্রবল ভিসা সংকটে পড়ল তারা। ফলে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলার মাত্র কয়েকঘণ্টা আগে ভার‍তে পৌঁছবে পাক দল। তারপরেই বুধবার ভারতের (India) বিরুদ্ধে নামবে তারা। 

সাফ কাপের নিয়ম অনুযায়ী, প্রত্যেক ম্যাচের আগের দিন দুই দলের প্রতিনিধিকে নিয়ে সাংবাদিক সম্মেলন হয়। দুই দলের উপস্থিতি এই সম্মেলনে বাধ্যতামূলক। কিন্তু ভিসা সমস্যার জেরে মঙ্গলবার বিকেলের মধ্যে কোনওমতেই ভারতে পৌঁছতে পারবে না পাক দল। সূত্র মারফত জানা গিয়েছে, ভিসা জট কাটিয়ে খুব তাড়াতাড়ি হলেও মঙ্গলবার গভীর রাতে ভারতে আসবেন তাঁরা। ফলে সাংবাদিক সম্মেলনে পাক প্রতিনিধির উপস্থিতি একেবারে অসম্ভব।

Advertisement

[আরও পড়ুন: বাবা হলেন দক্ষিণী অভিনেতা রামচরণ, বিয়ের ১১ বছর পর সন্তান সুখ পেলেন অভিনেতা]

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, বুধবার সন্ধে সাড়ে সাতটায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। অর্থাৎ, ভোররাতে ভারতে পৌঁছে ফের সন্ধেবেলায় মাঠে নামতে হবে পাক দলকে। তবে প্রশ্ন উঠছে, বেশ কয়েকদিন আগে থেকে সাফ কাপের সমস্ত তথ্য থাকা সত্ত্বেও পাক দলের ভিসা পাওয়া নিয়ে এমন সমস্যা তৈরি হল কেন? 

প্রসঙ্গত, ভারতীয় ফুটবল ফেডারেশন সচিব সাজি প্রভাকরণ জানিয়েছিলেন, সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের এদেশে আসা নিয়ে সমস্যার কারণ নেই। তিনি বলেন, “পাকিস্তান ফুটবল দলের এদেশে সাফ কাপ খেলতে আসা নিয়ে এখনও কোনও সমস্যা তৈরি হয়নি।’’ সঙ্গে যোগ করেন, “কিছুদিন আগে ভারতীয় ব্রিজ খেলোয়াড়রা পাকিস্তানে গিয়ে একটি প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। তাতে কোনও সমস্যা হয়নি। তাই বলতে পারি সাফ চ্যাম্পিয়নশিপে ওদের এদেশে আসা নিয়ে কোনও সমস্যা সৃষ্টি হতে পারে বলে মনে হয় না।” তবে বিমানযাত্রার ক্লান্তি সামলে ভারতের বিরুদ্ধে কীভাবে খেলবে পাকিস্তান, সেদিকে নজর থাকবে। 

[আরও পড়ুন: ‘ক্লাসরুমে জোর করে টেনে চুমু খেতেন!’ জনপ্রিয় নাট্য ব্যক্তিত্বের বিরুদ্ধে সরব ছাত্রী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement