Advertisement
Advertisement
Gay Footballer

ঘরের মাঠে মনের মানুষকে ঘর বাঁধার প্রস্তাব, নেটদুনিয়ায় ভাইরাল সমকামী ফুটবলার

অজি তারকার পোস্টে শুভেচ্ছার বন্যা নেটদুনিয়ায়।

Only gay footballer in the world proposed his partner on the field

ছবি: সোশাল মিডিয়া।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 14, 2024 4:07 pm
  • Updated:March 14, 2024 4:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর তিনেক আগে হইচই ফেলে দিয়েছিলেন জশ কাভালো (Josh Cavallo)। দেশের শীর্ষ লিগে খেলার সময়ে, কেরিয়ারের মধ্যগগনে থাকতে থাকতেই ঘোষণা করেছিলেন, “আমি সমকামী”। তিন বছর পর আবারও সকলের নজর কেড়ে নিলেন তিনি। নিজের ক্লাবের মাঠেই হাঁটু গেড়ে বসে প্রেমিককে প্রোপোজ করলেন। সেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

বিশ্ব ফুটবলে সমকামী খেলোয়াড়ের সংখ্যা খুবই কম। হাতে গোনা কয়েকজন খেলোয়াড় নিজেদের সমকামিতার কথা প্রকাশ করেছেন কেরিয়ার শেষ হয়ে যাওয়ার পরে। সেখানেই ব্যতিক্রমী মুখ অস্ট্রেলিয়ার (Australia) জশ কাভালো। কেরিয়ারের শুরুতে, মাত্র ২১ বছর বয়সেই ঘোষণা করেছিলেন, তিনি সমকামী। অজি ফুটবলারের কথায়, “আমি শুধু ভালো ফুটবল খেলতে চাই, অন্য সমস্ত খেলোয়াড়দের মতো। আর পাঁচটা ফুটবলারের মতো আমাকেও একই নজরে দেখা হোক।”

Advertisement

[আরও পড়ুন: আট বছরের অপেক্ষার অবসান, বিদর্ভকে হারিয়ে রনজি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই

জশের এই ঘোষণায় হইচই পড়ে গিয়েছিল ফুটবল মহলে। অজি তারকার ঘোষণাকে কুর্নিশ জানিয়ে লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, এসি মিলান, বার্সেলোনার মতো বিখ্যাত ক্লাবগুলো বিবৃতি জারি করেছিল। স্প্যানিশ ক্লাবটির তরফে বলা হয়েছিল, খেলার দুনিয়ায় বৈচিত্র্যকে টিকিয়ে রাখতে বিশাল অবদান রেখেছে জশের এই সাহসিক পদক্ষেপ। শুধু বড় ক্লাব নয়, সমকামিতার কথা ঘোষণা করে আমজনতার সমর্থনও পেয়েছিলেন অ্যাডিলেড ইউনাইটেডের এই তারকা। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল তাঁর ঘোষণার ভিডিও।

তিন বছর পরে আবারও নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন জশ। এবার ফুটবল মাঠের মধ্যেই নিজের মনের মানুষকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি। খুব তাড়াতাড়ি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন জশ ও তাঁর সঙ্গী। নিজের ঘরের মাঠ অ্যাডিলেড ইউনাইটেডে নিজের জীবনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্ত কাটাতে পেরে উচ্ছ্বসিত জশ। নেটদুনিয়ায় আবারও ভাইরাল হয়েছে জশের প্রেম নিবেদনের ছবি। কবে মিস্টার অ্যান্ড মিস্টার হবেন, সেই অপেক্ষায় দিন গুণছেন অজি ফুটবলার।

[আরও পড়ুন: হার্দিক নন, রোহিতকেই অধিনায়ক হিসেবে দেখতে যান যুবরাজ! কিন্তু কেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement