সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলটার নাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। দলে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পল পোগবা, ব্রুনো ফার্নান্ডেজ, রাফায়েল ভারানের মতো মহাতারকা। অথচ, এই মরশুমে দলের পারফরম্যান্স রীতিমতো হতাশাজনক। ইংলিশ প্রিমিয়ার লিগের (English Premier League) অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধেও বড় ব্যবধানে হারতে হচ্ছে। যার জেরে এবার চাকরি খোয়াতে হল দলের কোচ ওলে গানার সোলসজায়ারকে। রবিবার ক্লাবের তরফে সরকারিভাবে ওলেকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়েছে।
আসলে সাম্প্রতিক অতীতে একেবারেই ফর্মে নেই ম্যান ইউ (Man U)। শনিবারই ওয়াটফোর্ডের কাছে ৪-১ গোলে উড়ে যেতে হয়েছে রোনাল্ডোদের। এদিন ওয়াটফোর্ডের কাছে আরও বেশি ব্যবধানে হারতে পারত ম্যান ইউ। এক্ষেত্রে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড শিবির কৃতজ্ঞ থাকতে পারে গোলরক্ষক ডেভিড ডি গিয়ার কাছে। কিন্তু অতিমানবের মতো খেলেও দলের হারের ব্যবধান সম্মানজনক পর্যায়ে রাখতে পারেননি তিনি। ওয়াটফোর্ডের কাছে বিশ্রী হারের পরই সোলসজায়ারের ভবিষ্যৎ নিয়ে জরুরিভিত্তিতে বৈঠকে বসে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বোর্ড।
সূত্রের খবর, রাতে বোর্ড (BCCI) মিটিংয়েই ঠিক হয়ে যায় ওলেকে আর রাখা হবে না। এতদিন কোচকে বরখাস্ত করার ব্যাপারে নিমরাজি ছিলেন ক্লাবের কর্ণধার গ্ল্যাজাররা। কিন্তু গতকালের হারের পর তাঁরাও ওলেকে বরখাস্ত করতে রাজি হয়ে গিয়েছে বলে সূত্রের দাবি। একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, ইতিমধ্যে সোলসজায়ারকে জানিয়ে দেওয়া হয়েছে তাঁর চাকরি যাচ্ছে।
সোলসজায়ারের পরিবর্তে আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দলের দায়িত্ব নেবেন তাঁরই দুই সহযোগী মাইকেল কারিক এবং ফ্লেচার। পরবর্তী স্থায়ী ম্যানেজার খোঁজার প্রক্রিয়াও দ্রুত শুরু করতে চায় ক্লাব। সেক্ষেত্রে সবার আগে নাম ভেসে আসছে ফরাসি ফুটবলের কিংবদন্তি ও প্রাক্তন রিয়াল মাদ্রিদ (Real Madrid) কোচ জিনেদিন জিদানের। ম্যান ইউয়ের প্রথম পছন্দ তিনিই। তবে বিকল্প হিসাবে অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের কথাও ভেবে রাখছে ম্যান ইউ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.