সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুইজারল্যান্ডের পর মরক্কো। পরপর দু’টো ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বেঞ্চে রাখলেন ফের্নান্দো স্যান্টোস। সুইজারল্যান্ড ম্যাচ ছ’গোলে জিতেছিলেন। যার জেরে রোনাল্ডোকে বেঞ্চে রাখা অনেকের দৃষ্টিকটু লাগলেও কেউ সেভাবে কিছু বলতে পারেননি। কিন্তু মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় কাঠগড়ায় উঠে গিয়েছে পর্তুগাল কোচের এহেন সিদ্ধান্ত।
স্বাভাবিক নিয়মেই, বিশ্বকাপের শেষ সাংবাদিক সম্মেলনে চোখা চোখা প্রশ্নের মুখে পড়তে হয় স্যান্টোসকে, রোনাল্ডো (Cristiano Ronaldo) নিয়ে। পর্তুগাল কোচকে জিজ্ঞাসা করা হয়, রোনাল্ডোকে বেঞ্চে রাখা নিয়ে তাঁর এখন কোনও আক্ষেপ হচ্ছে কি না? কিন্তু নিজের অবস্থানে অনড় থেকে স্যান্টোস বলে দেন, ‘‘না। রোনাল্ডোকে বেঞ্চে রাখা নিয়ে আমার কোনও আফশোস নেই। সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে (FIFA World Cup 2022) টিম তো দারুণ খেলেছিল। তাই মরক্কোর বিরুদ্ধে দল বদলানোর কোনও কারণ দেখিনি।” উলটে বলে দিয়েছেন, “জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্তগুলোর মধ্যে এটা একটা বলতে পারেন। কিন্তু আমার পক্ষে হৃদয় দিয়ে ভাবা সম্ভব ছিল না। আমি টিমের কোচ। আমাকে ভাবতে হবে যুক্তি দিয়ে। টিমও সে ভাবে নির্বাচন করতে হবে। তার মানে এই নয় যে, রোনাল্ডো গ্রেট নয়। ওকে বেঞ্চে বসানোর সিদ্ধান্তের সঙ্গে সেটার কোনও সম্পর্ক নেই।’’
স্যান্টোস বলছেন বটে, কিন্তু শুনছে কে? অনেকেই বলছেন, মরক্কো ম্যাচে সিআর শুরু থেকে খেললে যে গোল পেতেন না, তা কে বলতে পারে? পর্তুগাল কোচকে তাঁর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হলে বলেন, “এখনও কিছু ভাবিনি।”
আর রোনাল্ডো স্বয়ং? তাঁর ভবিষ্যৎ কী? সোশ্যাল মিডিয়ায় কোনও কোনও ওয়েবসাইট লিখতে শুরু করে যে, খেলা শেষে নাকি ক্রিশ্চিয়ানো সতীর্থদের জানিয়ে দিয়েছেন যে, তিনি আর দেশের হয়ে খেলবেন না। কিন্তু সিআর নিজে এনিয়ে এখনও কিছু বলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় পর্তুগিজ মহাতারকাকে সম্মান জানিয়েছে ফিফা। একটি পোস্টে লেখা হয়েছে, “মিথ, কিংবদন্তি, মেশিন। আপনাকে ধন্যবাদ ক্রিশ্চিয়ানো।”
Obrigado, @Cristiano
— FIFA World Cup (@FIFAWorldCup) December 10, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.