Advertisement
Advertisement

Breaking News

Anwar Ali

আনোয়ার নিয়ে সব পক্ষের বক্তব্য শুনল প্লেয়ার্স স্টেটাস কমিটি, তবে সিদ্ধান্ত ঝুলেই

আনোয়ার ইতিমধ্যেই ইস্টবেঙ্গল প্র্যাকটিসে যোগ দিয়েছেন। তবে এখনও পর্যন্ত ম্যাচ খেলেননি তিনি।

No Decision on Anwar Ali after he signed for East Bengal

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:August 23, 2024 10:37 am
  • Updated:August 23, 2024 10:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনোয়ার আলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবারও হল না। বরং সেটা ঝুলে রইল। আনোয়ার ইস‌্যুতে ২২ আগস্ট প্লেয়ার্স স্ট‌্যাটাস কমিটি যে সব পক্ষের বক্তব‌্য আরও একবার শুনবে, সেটা আগেই ঠিক ছিল।

মনে করা হচ্ছিল এদিন চূড়ান্ত রায় দিয়ে দিতে পারে কমিটি। এদিনের বৈঠকে মোহনবাগান, আনোয়ার, দিল্লি এফসি আর ইস্টবেঙ্গল চার পক্ষের বক্তব‌্য শোনা হয়। কিন্তু সব শোনার পরও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেটা কবে হবে, সেটাও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

Advertisement

[আরও পড়ুন: ‘প্রেম করা অপরাধ নয়’, ডেপুটি কমিশনার কাকাকে পালিয়ে বিয়ে ভাইঝির]

আনোয়ার ইস‌্যু নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। কিন্তু শেষ পর্যন্ত প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি জানিয়ে দেয়, আনোয়ার যেখানে চাইবেন, সেখানেই খেলবেন। এজন্য তাঁকে প্রয়োজনীয় ‘এনওসি’ দিতে হবে মোহনবাগানকে। সেই সূত্রেই ইস্টবেঙ্গলে সই করেন আনোয়ার। ডুরান্ড কাপে তাঁর নাম রেজিস্ট্রেশনও করানো হয়। ফলে তিনি যে আর মোহনবাগানের হয়ে খেলবেন না, তা নিয়ে কোনও দ্বিমত নেই।

[আরও পড়ুন: ভারতীয় দলে খেলেছেন বাবা, ইংল্যান্ডের জার্সি গায়ে টেস্ট ম্যাচে নামলেন ছেলে!]

এদিন দেখার ছিল, মোহনবাগানের সঙ্গে আনোয়ারের চুক্তি ভাঙা নিয়ে কমিটি কী সিদ্ধান্ত নেয়। কিন্তু এদিন কিছু ঘোষণা করা হয়নি। আনোয়ার ইতিমধ্যেই ইস্টবেঙ্গল প্র্যাকটিসে যোগ দিয়েছেন। তবে এখনও পর্যন্ত ম‌্যাচ খেলেননি তিনি। আগের দিন লাজংয়ের বিরুদ্ধে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত আনোয়ারকে দলেই রাখেননি। তিনি ম্যাচ ফিট না হওয়ার জন্যই এমন সিদ্ধান্ত। অন্যদিকে, লাজং ম্যাচে রেফারিং নিয়ে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement