Advertisement
Advertisement
PSG

‘পিএসজিতে আমি আর মেসি নরকে ছিলাম’, পুরনো ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নেইমার

মেসির সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি পিএসজিতে, বললেন নেইমার।

Neymar says He and Lionel Messi lived through hell at PSG । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 4, 2023 4:32 pm
  • Updated:September 4, 2023 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস সাঁ জাঁ (PSG) ছেড়ে আল হিলালে সই করেছেন নেইমার (Neymar)। প্যারিস থেকে সৌদি আরবে পাড়ি দেওয়ার পরে পিএসজি-র উপরে ক্ষোভ উগড়ে দিয়েছেন ব্রাজিলীয় তারকা। নেইমার জানিয়েছেন, তিনি এবং মেসি পিএসজিতে নরকে ছিলেন। ব্রাজিলীয় সংবাদমাধ্যম ও গ্লোবো-কে দেওয়া সাক্ষাৎকারে নেইমার পিএসজি-র সমালোচনা করেছেন।

৩১ বছর বয়সি নেইমার পিএসজি-র হয়ে ১১৮টি গোল করেন ১৭৩টি ম্যাচ খেলে। ব্রাজিলীয় তারকা বলেছেন, ”পিএসজি-তে আমরা খুব হতাশ ছিলাম। আমরা ওখানে নিজেদের সেরাটা দিতে চেয়েছিলাম। চ্যাম্পিয়ন হতেই গিয়েছিলাম, ইতিহাস তৈরি করার ইচ্ছা ছিল আমাদের। দুর্ভাগ্যক্রমে আমরা সফল হইনি।” 

Advertisement

[আরও পড়ুন: ১৩ বছর পরে হরভজনের কথা মনে পড়ল গম্ভীরের, ভাজ্জিকে প্রশংসা করায় বিস্মিত ভক্তরাও]

নেইমার জানিয়েছেন, তাঁর বন্ধু মেসির সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি পিএসজিতে। মেসিকে যেভাবে ক্লাব ছাড়তে হয়েছে, তা একপ্রকার অসম্মানজনক বলে মনে করেন নেইমার। পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে ফ্রি ট্রান্সফার হিসেবে যোগ দিয়েছেন মেসি। এলএম ১০-এর ছোঁয়ায় বদলে গিয়েছে ইন্টার মায়ামি। পিএসজি-র জার্সিতে দু’ বার লিগ ওয়ান খেতাব জেতেন মেসি। কিন্তু ইউরোপিয়ান প্রতিযোগিতায় ভাগ্য বদলাতে পারেননি মেসি। নেইমার ও মেসি এখন ক্লাব বদলে ফেলেছেন। ঠিকানা বদলেছে দুই তারকারই। কিন্তু পুরনো ক্লাবে তাঁদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল, তা ভুলতে পারেননি দুই তারকাই। তাই পিএসজি প্রসঙ্গ উঠলেই অভিমানী হয়ে পড়েন মেসি ও নেইমার। 

[আরও পড়ুন: সেঞ্চুরিয়নের আদলে পাল্লেকেলে স্টেডিয়ামের নেপথ্য ‘কারিগর’ মুরলী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement