সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস দুয়েক আগে উরুগুয়ে ম্যাচের পর থেকেই নেইমারের চোট নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে কি আগামী বছর কোপা আমেরিকার মঞ্চে দেখা যাবে না সাম্বা ফুটবলের বর্তমান রাজপুত্রকে? ব্রাজিলের টিম ডাক্তার রড্রিগো লাসমার অবশ্য যা বলেছেন, তাতে সেই জল্পনাই হয়তো সত্যি হতে চলেছে। কোপায় সম্ভবত নেই নেইমার।
ঠিক কী বলেছেন লাসমার? ব্রাজিলের এক সংবাদমাধ্যমে তিনি বলেন, “নেইমারের চোট সারতে সময় লাগবে, অন্তত ৯ মাস। সারা বিশ্বেই হাঁটুর লিগামেন্টে সার্জারির পর ফিরতে এই সময় লাগে। আমরা ওর প্রত্যাবর্তন নিয়ে কোনও তাড়াহুড়ো করছি না। আশা করা হচ্ছে আগস্টের মধ্যে ও ফিট হয়ে উঠবে।” আগামী জুনে শুরু হবে কোপা (Copa America)। লাসমারের কথা থেকেই স্পষ্ট, সেই প্রতিযোগিতায় নেমারের খেলার কোনও সম্ভাবনাই নেই।
এমনিতেই ভিনিসিয়াস জুনিয়র, এডের মিলিতাওয়ের মতো সাম্বা ফুটবলারের চোট রয়েছে। তার মধ্যেই নেইমারের ছিটকে যাওয়ার খবর বড় ধাক্কা সেলেকাওদের জন্য। ২০২৪ সালের কোপা আমেরিকা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০ জুন থেকে শুরু হবে টুর্নামেন্ট। চলবে ১৪ জুলাই পর্যন্ত।
নভেম্বরের শুরুতে বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল উরুগুয়ে। প্রথমার্ধের একেবারে শেষের দিকে উরুগুয়ের এক ফুটবলারের ট্যাকলে চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়েন নেইমার। বাঁ পা চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ব্রাজিলীয় তারকাকে। পরে পরীক্ষায় জানা যায় তাঁর বাঁ পায়ের হাঁটুর এসিএল ছিঁড়েছে। অস্ত্রোপচারের পরে পুরোদস্তুর সুস্থ হয়ে মাঠে ফিরতে বেশ খানিকটা সময় লাগবে নেইমারের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.