সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল কেরিয়ার শেষ করে দেওয়ার মতো ট্যাকলের মুখোমুখি হয়েছিলেন লিও মেসি (Lionel Messi)। ভয়ংকর ট্যাকলটি করেছিলেন বেঞ্জামিন পাভার (Benjamin Pavard)। আর মেসির উপর সেই ফাউল দেখে নিজেকে স্থির রাখতে পারেননি নেইমার। রাগত ভাবে পাভারের দিকে আঙুল তুলে নেইমার তাঁকে ভর্ৎসনা করেন। লাল কার্ড দেখে পাভার বেরিয়ে যাওয়ার সময়ে নেইমার এগিয়ে যান বায়ার্নের ফুটবলারের দিকে। তাঁকে বলার চেষ্টা করেন, ”তুমি কি উন্মাদ?”
পাভার এর আগে নেইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন। ম্যাচের বয়স তখন ২৬ মিনিট। পরে আবার খেলার অতিরিক্ত সময়ে পাভার মারাত্মক ফাউল করে বসেন মেসিকে। সেই কারণে তাঁকে দ্বিতীয় হলুদ কার্ডটি দেখতে হয়। সেই ফাউল দেখার পরে আর স্থির থাকতে পারেননি নেইমার। শুধু নেইমার নন, টকস্পোর্টের ফুটবল বিশেষজ্ঞ ট্রেভর সিনক্লেয়ার পাভারের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, ”পাভার যেরকম ট্যাকল করেছিল, তাতে মেসির বাঁ পা ভাঙতে পারত। এই ধরনের চ্যালেঞ্জ খেলার মাঠে দেখতে কেউই চায় না। আমি মেসির দিকে তাকিয়ে রয়েছি। ও যদি পরের ম্যাচে নামতে পারে, তাহলে আমি খুব অবাক হব।” উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিল পিএসজি ও বায়ার্ন। শেষ হাসি হাসে জার্মানির ক্লাবটি।
Pavard’s tackle on Messi pic.twitter.com/hVXrY7nlR3
— Bayern & Football (@MunichFanpage) February 14, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.