Advertisement
Advertisement

Breaking News

Neymar

রোনাল্ডোর পর নেইমার, ফের বিশাল চুক্তিতে সৌদির ক্লাবের পথে মহাতারকা

শোনা যাচ্ছে, বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন নেইমার।

Neymar likely to sign at Al Hilal club, Mbappe returns to PSG practice | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 13, 2023 9:01 pm
  • Updated:August 13, 2023 9:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর সৌদি আরবের পথে নেইমারও (Neymar)। জানা গিয়েছে, খুব তাড়াতাড়িই পিএসজির সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করতে চলেছেন ব্রাজিলীয় তারকা। কয়েকদিনের মধ্যেই সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দিতে পারেন তিনি। দুই দলের মধ্যে তারকার ট্রান্সফার নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে বলে দাবি করেছে ফরাসি সংবাদপত্র লেকুইপে। প্রসঙ্গত, পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন নেইমার এমন জল্পনাও ছড়িয়েছিল। তবে সেই সম্ভাবনা একেবারেই নেই বলেই মত ওয়াকিবহাল মহলের।

[আরও পড়ুন: East Bengal: ১৬৫৭ দিন পর ডার্বি জিতে কীভাবে সেলিব্রেশন করল ইস্টবেঙ্গল? দেখুন ভাইরাল ভিডিও]

জানা গিয়েছে, ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে ব্রাজিলীয় তারকাকে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে এই বিষয়ে দুই ক্লাবের তরফে কিছুই বলা হয়নি। মুখে কুলুপ এঁটেছেন নেইমার নিজেও। তবে পিএসজির অনুশীলনে তিনি উপস্থিত ছিলেন না। তারপর থেকেই দলবদলের জল্পনা শুরু হয়। জানা গিয়েছে, নেইমারের ট্রান্সফার নিয়ে দুই ক্লাবের মধ্যে আলোচনা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই আল হিলালে সই করতে পারেন নেইমার। প্রসঙ্গত, সৌদি লিগে রোনাল্ডোর ক্লাব আল নাসেরের সবচেয়ে বড় প্রতিপক্ষ এই আল হিলাল। পিএসজি থেকে মেসিকে সই করাতেও বেশ আগ্রহ প্রকাশ করেছিল এই দলটি।

Advertisement

তবে শোনা যাচ্ছে, নেইমার নিজে বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন। তবে বার্সা কোচ লুই এনরিকে জানিয়ে দেন, ক্লাবের আগামী পরিকল্পনার সঙ্গে নেইমার খাপ খাচ্ছেন না। ব্রাজিলীয় তারকাকে একই কথা জানিয়ে দেন পিএসজির টিম ম্যানেজমেন্টও। প্রসঙ্গত, ২০১৭ সালে রেকর্ড অঙ্কের চুক্তিতে সই করেন নেইমার। তবে ক্লাবের হয়ে সেভাবে নজর কাড়তে পারেননি। অন্যদিকে, নেইমার নিয়ে সংশয়ের মধ্যেই দলের অনুশীলনে যোগ দিলেন কিলিয়ান এমবাপে। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, পিএসজি ছেড়ে অন্য ক্লাবে যোগ দিতে চলেছেন ফরাসি মহাতারকা। তবে চলতি মরশুমের জন্য পুরনো ক্লাবেই থাকছেন তিনি।

[আরও পড়ুন: Ben Stokes: লক্ষ্য জোড়া বিশ্বকাপ, অবসর ভাঙিয়ে ‘বিগ বেন’-কে ফেরাতে মরিয়া ইংল্যান্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement