Advertisement
Advertisement

Breaking News

Neymar Injury

সার্বিয়া ম্যাচে চোট নেইমারের, বিশ্বকাপে খেলতে পারবেন ব্রাজিল তারকা?

আপাতত দু'দিন নেইমারকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।

Neymar injured on Brazil vs Serbia match, might not play next game | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 25, 2022 8:51 am
  • Updated:November 25, 2022 9:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার ফিরে এল ২০১৪ সালের ভয়ানক স্মৃতি? সেবারও চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন নেইমার (Neymar Injury)। কাপ জয়ের যুদ্ধ থেকে ছিটকে গিয়েছিলেন। তারপরের ম্যাচেই জার্মানির কাছে ৭-১ গোলে লজ্জার হার। আট বছর পরে সেই দুঃস্বপ্ন ফের চাগাড় দিয়ে উঠল সামা সমর্থকদের মনে। সার্বিয়ার (Brazil vs Serbia) বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই চোট পেয়ে বেরিয়ে যেতে হয় নেইমারকে। গোড়ালির চোটে হতাশ নেইমারকে বেঞ্চে বসে থাকতে দেখা যায়। তারপরেই সমর্থকদের একটাই প্রশ্ন, টুর্নামেন্টে খেলতে পারবেন তো নেইমার?

সার্বিয়া-ব্রাজিল ম্যাচের আগেই বিশ্বকাপে (Qatar World Cup) পরপর দু’দিন অঘটন ঘটে গিয়েছিল। আর্জেন্টিনা ও জার্মানির হারের পরে সংশয় তৈরি হয়, ব্রাজিলেরও একই দশা হবে না তো? সেই আশঙ্কাকে একেবারে উড়িয়ে দিয়ে সার্বিয়াকে হারিয়েছে ব্রাজিল। তবে জয়ের আনন্দেও সাম্বা সমর্থকদের মধ্যে চিন্তার কাঁটা খচখচ করছে। ম্যাচের মধ্যেই চোট পেয়ে বেরিয়ে যান দলের অন্যতম প্রধান ভরসা নেইমার।

Advertisement

[আরও পড়ুন:পেনাল্টি থেকে গোল করে রোনাল্ডোর রেকর্ড, রুদ্ধশ্বাস ম্যাচে ঘানাকে হারাল পর্তুগাল]

সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রথম থেকেই কড়া ট্যাকলের মধ্যে পড়তে হয়েছে প্যারিস সাঁ জার্ম তারকাকে। পরিসংখ্যান বলছে, সব মিলিয়ে ন’বার ট্যাকল করা হয়েছে তাঁকে। তবে ম্যাচের ৮০ মিনিটে এসে তাঁকে মাঠ ছাড়তেই হয়। জানা গিয়েছে, গুরুতর চোট পাওয়ার পরেও সতীর্থদের সাহায্য করতে চেয়ে আরও ১১ মিনিট খেলেছেন তিনি। তবে ম্যাচের শেষ পর্যন্ত থাকা সম্ভব হয়নি। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে বেরিয়ে বেঞ্চে বসে পায়ে বরফ দিতে হয় তাঁকে। গোড়ালি বেশ ফুলে থাকতে দেখা যায়। 

তবে ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে ব্রাজিল কোচ তিতে জানিয়ে দিলেন, এখনই নেইমারকে চিন্তা করছেন না তাঁরা। তিতে বললেন, “আমি নিশ্চিত নেইমার পরের ম্যাচে খেলতে পারবে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই আমরা ওকে পাব।” তবে ব্রাজিলের ডাক্তার রডরিগো লাসমার জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে নেইমারকে। তারপর জানা যাবে কতটা ফিট রয়েছেন তিনি। ব্রাজিলের পরের ম্যাচ আগামী সোমবার। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে জয় ছাড়াও সুস্থ নেইমারকে দেখতে চাইবেন দলের সমর্থকরা।

[আরও পড়ুন: ৫ লক্ষ ঋণে সপ্তমবার বিশ্বকাপে, এবার কাতারে খেলা দেখতে বৈদ্যবাটির ফুটবলপ্রেমী পঙ্কজ ঘোষ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement