সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় বার্সেলোনায় একসঙ্গে খেলত ‘এমএসএন’ ত্রয়ী। মেসি, নেইমার আর সুয়ারেজের যুগলবন্দি দাপিয়ে বেরিয়েছিল ইউরোপের ফুটবলে। তার পর তিনজনের পথ আলাদা হয়ে গেলেও ফের এক দলে ফিরেছেন মেসি আর সুয়ারেজ। এবার কি নেইমারও যোগ দেবেন ইন্টার মিয়ামিতে? জল্পনা উসকে দিলেন তিনি নিজেই। সেই সঙ্গে জানালেন ২০২৬-র বিশ্বকাপই তাঁর শেষ অভিযান।
নেইমার বার্সেলোনায় আসেন ২০১৩-১৪ মরশুমে। সুয়ারেজ পরের বছর। তৈরি হয় MSN ত্রয়ী। কিন্তু বছর কয়েকের মধ্যেই ভাঙন ধরে। নেইমার বর্তমানে আছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। আবার কি একত্রিত হবেন তিনজন? নেইমার বলছেন, “মেসি আর সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারলে দারুণ হবে। ওরা আমার বন্ধু। এখনও আমরা কথা বলি। আমাদের তিনজনের জুটিকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করাই যায়। যদিও আমি আল-হিলালে এখন ভালোই আছি। কিন্তু ফুটবল মানেই তো চমক। ভবিষ্যতে কী হয় কে বলতে পারে?”
এর আগেও সুযোগ খুঁজেছিলেন নেইমার। তবে সেবার ইন্টার মিয়ামি যাওয়া হয়নি। তিনি জানান, “আমার পিএসজি ছাড়ার খবর যখন প্রকাশ্যে আসে, তখন আমেরিকার দলবদলের বাজার বন্ধ হয়ে গিয়েছিল। ফলে আমার কাছে ইন্টার মায়ামিতে যাওয়ার আর কোনও সুযোগ ছিল না। সৌদির যে পরিকল্পনা ছিল, সেটা আমার খুব পছন্দ হয়েছিল। সেই জন্য আমি সৌদি প্রো লিগে খেলার সুযোগ বেছে নিই।”
নেইমার ভক্তদের জন্য যদি সেটা সুখবর হয়, তাহলে দুঃসংবাদও দিয়ে রাখছেন তিনি। চোট-আঘাতের সমস্যার জন্য দীর্ঘদিন মাঠের বাইরে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বও খেলছেন না। সেই বিষয়ে ৩২ বছর বয়সি তারকা বলছেন, “জাতীয় দলে ফেরার জন্য আমি সর্বস্ব দিতে তৈরি। ২০২৬-এ আমি শেষ বিশ্বকাপ খেলব। সেটাই আমার শেষ সুযোগ বিশ্বকাপ জেতার। সেখানে খেলার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.