Advertisement
Advertisement
Greg Stewart

‘ডার্বি খেলব এবং জিতব, এই স্বপ্ন আমার বহুদিনের’, মোহনবাগানে সই করে বললেন স্টুয়ার্ট

ক্লাব অন্ত প্রাণ সমর্থক হিসেবে সবুজ-মেরুন সমর্থকরাই ভারতসেরা, বলছেন স্টুয়ার্ট।

New recruit of Mohun Bagan Greg Stewart says that he likes to play derby and that is the reason for signing a contract

গ্রেগ স্টুয়ার্ট।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 19, 2024 2:24 pm
  • Updated:July 19, 2024 3:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগে সোনার বল জেতা গ্রেগ স্টুয়ার্ট (Greg Stewart) যোগ দিলেন মোহনবাগানে। দলের জন্য একজন অ্যাটাকিং মিডিও কাম স্ট্রাইকার খুঁজছিলেন স্প্যানিশ কোচ হোসে মোলিনা। ভারতে খেলে সাফল্য পাওয়া স্কটল্যান্ডের এই ফুটবলার সেই জায়গা পূরণ করবেন বলে মনে করছে ম্যানেজমেন্ট।
ভালো পাসার, সফল গেমমেকার এবং স্কোরার হিসেবে ইতিমধ্যেই ভারতীয় ফুটবলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন স্টুয়ার্ট। আগুনে মানসিকতার এই ফুটবলার যোগ দেওয়ায় সবুজ-মেরুনের মাঝমাঠ এবং আক্রমণের শক্তি বাড়ল। মোহনবাগানের (Mohun Bagan)  প্রস্তুতি শুরু হচ্ছে ২৯ জুলাই।

[আরও পড়ুন: গম্ভীর নন, আগরকরের ইচ্ছাতেই টি-টোয়েন্টি অধিনায়ক সূর্য? দল ঘোষণার পরে জোর চর্চা

এখনও পর্যন্ত স্থির আছে নির্দিষ্ট দিন সকালে নতুন ভাবে তৈরি মোহনবাগান মাঠে সকাল আটটায় শুরু হবে অনুশীলন। জেসন কামিন্স, লিস্টন কোলাসো, মনবীর সিংদের সঙ্গে প্রথম দিন থেকেই অনুশীলনে নামবেন স্টুয়ার্ট।
২৮ জুলাই শহরে চলে আসবেন নতুন কোচ মোলিনা-সহ প্রায় সব ফুটবলারই। সবুজ-মেরুনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরে সোনার বল জয়ী স্টুয়ার্ট যা বললেন, ”অনেকদিনের স্বপ্ন ছিল ভারতীয় ফুটবলের মক্কা কলকাতায় খেলা। ভারতের সব ফুটবল স্টেডিয়াম এবং পরিবেশ আমার চেনা। ব্যক্তিগত ভাবে সাফল্যও পেয়েছি। চ্যাম্পিয়নও হয়েছি। কিন্তু মোহনবাগানের মতো ঐতিহ্যশালী এবং দেশের সেরা ক্লাবের জার্সিতে মাঠে নামার রোমাঞ্চই অন্যরকমের। টিন ম্যানেজমেন্ট আমাকে সেই সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ। কলকাতায় মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নেমে দেখেছি যুবভারতীতে সবুজ-মেরুন সমর্থকদের আবেগ এবং ক্লাবের প্রতি ভালোবাসার ছবি।”
এক নিঃশ্বাসে স্টুয়ার্ট আরও বলেন, ”আমার মতে ক্লাব অন্ত প্রাণ সমর্থক হিসেবে সবুজ-মেরুন সমর্থকরাই ভারতসেরা। আইএসএলের দুটো ক্লাবকে চ্যাম্পিয়ন করেছি নিজের সেরাটা দিয়ে। গোলও করেছি, গোল করিয়েওছি। এবার আমার লক্ষ্য মোহনবাগানকে ফের চ্যাম্পিয়ন করা।”
ইস্ট-মোহনের ডার্বি প্রসঙ্গে স্টুয়ার্ট বলেন, ”মোহনবাগানে সই করার পিছনে আরও একটা কারণ যুবভারতীতে কলকাতা ডার্বি খেলতে পারব। কলকাতা ডার্বি এশিয়ার অন্যতম সেরা। সেই ম্যাচ খেলতে নামব এবং জিতব এই স্বপ্নটা আমার বহুদিনের। ভারতে এসে অনেক কঠিন ম্যাচে দলকে জিতিয়েছি। কিন্তু ডার্বি জিতিনি। সেটা মাথায় রেখেই অনুশীলনে নামব।”

Advertisement

[আরও পড়ুন: কোটা বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ, অব্যাহত রক্তক্ষরণ, মৃতের সংখ্যা বেড়ে ৩২!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement