সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোয়েসের (Quess) সঙ্গে বিচ্ছেদ ঘটেছে। করোনা আবহে আর্থিক পরিস্থিতি শোচনীয়। আইএসএল খেলার জন্য ইনভেস্টর আনার সময়সীমাও কমে এসেছে। এই পরিস্থিতিতে হঠাৎই ক্লাব টেন্টে দেখা গেল নতুন এক সংস্থার বিজ্ঞাপনী হোর্ডিং। যা নিয়েই এবার আশার আলো দেখতে শুরু করেছেন লাল–হলুদ সমর্থকরা। যদিও ক্লাবের তরফে এই ব্যাপারে সরকারিভাবে কোনও ঘোষণা করা হলেও সূত্রের খবর, ওই সংস্থা ক্লাবের ব্র্যান্ডিংয়ের পাশাপাশি গ্রাউন্ড স্পনসর হিসেবে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে। চুক্তি আপাতত এক বছরের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ক্লাবের স্টেডিয়ামের বিভিন্ন স্ট্যান্ড, ক্লাব টেন্টে ‘বেকো ভোল্টাস’ নামে ওই সংস্থার হোর্ডিং। আসলে বার্সেলোনা দলের সঙ্গেও যুক্ত ‘বেকো’ নামে ওই আন্তর্জাতিক সংস্থা। এদিকে, ভারতে টাটা গোষ্ঠীর ‘ভোল্টাস’–এর সঙ্গে যৌথভাবে ব্যবসা করে তাঁরা। আর তাই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখেই আপাতত আশায় বুক বাঁধতে শুরু করেছেন লাল–হলুদ সমর্থকরা।
চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান যেখানে ইতিমধ্যেই আইএসএল–এ চলে গিয়েছে। তাই এবার পালা ইস্টবেঙ্গলের? এমনই প্রশ্ন উঁকি মারছে লাল–হলুদ জনতার মনে। তবে সূত্রের খবর, সংস্থাটির সঙ্গে ফুটবল দলের কোনও সম্পর্ক নেই। তাঁরা কেবল ইস্টবেঙ্গলের ব্র্যান্ডিং পার্টনার। যদিও সমর্থকরা মনে করছেন আগামী কয়েকদিনে চমক আসতেই পারে।
এদিকে, কয়েকদিন আগেই আবার কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন ফুটবলার ও ভারতীয় ফুটবলের অন্যতম আইকন বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। তাঁর মতে. ইস্টবেঙ্গল (East Bengal) যেভাবে কোয়েসের সঙ্গে বিবাদে জড়িয়ে সরে দাঁড়িয়েছে, তা মোটেই সমর্থনযোগ্য ছিল না। এতে যেমন ইস্টবেঙ্গলের ক্ষতি হয়েছে, পাশাপাশি নিজেদের সুনামের প্রতি অবিচার করেছে কোয়েসও। শুধু বাইচুং নন, ফেডারেশন সচিব কুশল দাসও বলেন, কোয়েসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার আগে অনেক বেশি সচেতন হওয়া উচিত ছিল লাল-হলুদ শিবিরের।
দেখুন সেই ছবি:
অন্যদিকে, সোমবার আইএসএল-এ খেলার জন্য এটিকে-মোহনবাগানের সঙ্গে আরও তিন বছরের চুক্তিতে সই করলেন উঠতি তারকা শেখ শাহিল।
Sheikh Sahil signs with the club and will represent ATK Mohun Bagan FC in the ISL for the next three years. 🖊🤝
আপনারা কতটা উত্তেজিত এই তরুন প্রতিভা কে নিয়ে? 🤔#ATKMohunBagan#IndianSuperLeague#IndianFootball pic.twitter.com/CqOuUE1c4H
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 10, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.