মুম্বই সিটি এফসি- ১ (ফোরলান)
অ্যাটলেটিকো ডি কলকাতা- ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবি বলেছিলেন, ‘মেলাবেন, তিনি মেলাবেন’৷ কিন্তু মঙ্গলবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কবিতার লাইন পাল্টে হল ‘গোল করবেন, তিনি করবেন’৷ যে সে ব্যক্তি নয়, গোল করলেন বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল পাওয়া বিশ্বখ্যাত ফুটবলার দিয়েগো ফোরলান৷ আর তাঁর গোলেই কলকাতাকে ঘরের মাঠে হারিয়ে কিছুটা স্বস্তি পেল মুম্বই৷ বক্সের মধ্যে সোনি নর্ডির শট এটিকে ডিফেন্ডারের পায়ে লেগে যায় ফোরলানের কাছে৷ আর সেখান থেকে ম্যাচের একমাত্র গোল করে মুম্বইকে জয় এনে দিলেন মার্কি ফুটবলার ফোরলান৷ দলের সমর্থকরা তাঁর পা থেকে গোলের আশায় ছিলেন এদিন৷ শেষপর্যন্ত সমর্থকদের নিরাশ করেননি ফোরলান৷ নিজের জাত চিনিয়ে এদিন এটিকের জালে বল জড়িয়েছেন উরুগুয়ের এই প্রাক্তন বিশ্বকাপার৷
আর অন্যদিকে, চলতি আইএসএল মরশুমে অপরাজিত দৌড় শেষ হয়ে গেল এটিকের৷ ম্যাচের শেষদিকে অপ্রত্যাশিত গোল খেয়ে ভাঙা হাট কলকাতার৷ গোটা ম্যাচে হিউম, ডাউটি, প্রবীর দাসরা প্রচুর ছোটাছুটি করলেন, গোলমুখী শট নিলেন, বহু চেষ্টা করলেন৷ কিন্তু গোল এল না৷ সবই নিস্ফলা প্রয়াস৷ প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে বেশ তেড়েফুড়ে খেলতে শুরু করিছিলেন কোচ মলিনার ছেলেরা৷ কিন্তু গোলের মুখ খোলা গেল না৷ অন্যদিকে, প্রথমার্ধে মুম্বই প্রচুর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি৷ সোনির একটি অবধারিত গোল উড়ে গিয়ে সেভ করেন কলকাতার গোলকিপার দেবজিৎ মজুমদার৷ এদিন ফের একবার বুঝিয়ে দিলেন, কেন তিনি মোহনবাগানের নয়নের মণি৷ কলকাতার হয়ে সবচেয়ে বেশি চেষ্টা করেছেন ডাউটি৷ কিন্তু হিউম এদিন সেই অর্থে জ্বলে উঠতে পারেননি৷
মুম্বইয়ের সোনি বেশ কয়েকটি শট নিয়েছিলেন গোলমুখী৷ কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন গোলের মুখ খুলতে৷ সেই তুলনায় ফোরলান বেশ মন্থর ছিলেন এদিন৷ শেষপর্যন্ত তাঁর পা থেকেও জয়ের গোল৷ বুড়ো, মন্থর তকমা আপাতত এই গোলের পর বেশ কিছুদিন বন্ধ থাকবে তাঁর বিরুদ্ধে, হলফ করে বলা যায়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.