Advertisement
Advertisement
ISL semi final

ইনজুরি টাইমে ম্যাজিক, নাটকীয় ম্যাচে গোয়াকে হারিয়ে আইএসএল ফাইনালে এক পা মুম্বইয়ের

ঘরের মাঠেে এগিয়ে থেকেও হার গোয়ার।

Mumbai City FC beats FC Goa in ISL semi final first leg

ছবি: সোশাল মিডিয়া।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 24, 2024 9:37 pm
  • Updated:April 24, 2024 10:14 pm  

মুম্বই সিটি এফসি: ৩ (ছাংতে ২, বিক্রম)

এফসি গোয়া: ২ ( থাংজাম, ব্র্যান্ডন)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৬ মিনিটের ব্যবধান। তাতেই তিন গোল। বিপক্ষের ঘরের মাঠে ইনজুরি টাইমে ম্যাজিক দেখাল মুম্বই সিটি এফসি। আইএসএল (ISL) ফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ছাংতেরা। ঘরের মাঠে ২ গোলে এগিয়ে থেকেও ম্যাচ হারতে হল এফসি গোয়াকে। ৩-২ জিতে শেষ হাসি মুম্বইয়েরই। 

চলতি আইএসএলের শুরুটা মোটেই ভালো হয়নি গোয়ার (FC Goa)। শুরুর দিকে পাঁচটির মধ্যে তিনটি ম্যাচেই হারতে হয়েছিল কমলা জার্সিধারীদের। তার পর শেষ পাঁচ ম্যাচে চারটি জিতে প্লে অফে উঠেছিল এফসি গোয়া। তার পর নক আউট ম্যাচে ছিটকে দিয়েছিল চেন্নাইয়িনকে। তবে আইএসএল সেমিফাইনাল খেলতে নেমে ধাক্কা খেল ব্র্যান্ডন ফার্নান্ডেজদের অপ্রতিরোধ্য ফর্ম। ইনজুরি টাইমে মুম্বইয়ের দাপটের কাছে হার মানতে হল গোয়াকে।

[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এশিয়া কাপেরই পুনরাবৃত্তি, পাকিস্তানে যাচ্ছে না ভারত, বদলাচ্ছে ভেন্যু

অন্যদিকে লিগ পর্বের শেষ ম্যাচে মোহনবাগানের কাছে হেরে লিগ শিল্ড হাতছাড়া হয় মুম্বইয়ের (Mumbai City FC)। এদিনের ম্যাচের শুরুতেও সেই হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি তারা। উলটে ঘরের মাঠে রাহুল ভেকে, আকাশ মিশ্রদের বোকা বানিয়ে ১৬ মিনিটেই গোল করেন গোয়ার থাংজাম। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে গোল গোয়ার ব্র্যান্ডনের। ৯০ মিনিট পর্যন্ত ঘরের মাঠে এই লিড ধরে রেখেছিল গোয়া। জয় প্রায় নিশ্চিত বলেই ধরে নিয়েছিলেন ভক্তরা।

কিন্তু মুম্বইয়ের পরিকল্পনা ছিল একেবারে আলাদা। ইনজুরি টাইম হিসাবে বরাদ্দ ছিল মাত্র ৬ মিনিট। ওইটুকু সময়ের মধ্যেই ম্যাচের রং বদলে ফেললেন ছাংতেরা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোলে বল ঠেললেন ছাংতে। ফিরতি বল থেকে পরের মিনিটেই আবার গোল করেন বিক্রম প্রতাপ সিং। জোড়া গোলে সমতা ফেরানোর পরেই বিপক্ষের রক্ষণ নিয়ে কার্যত ছিনিমিনি খেলতে থাকে মুম্বই। ম্যাচ শেষের বাঁশি বাজার ঠিক আগেই আবারও ছাংতের গোল। আইএসএল ফাইনালের পথে এগিয়ে গেল মুম্বই সিটি এফসি। 

[আরও পড়ুন: ‘ভাগ্যিস এই যুগে আমি খেলি না’, আইপিএলে বোলারদের অবস্থা দেখে শিহরিত প্রাক্তন পাক তারকা

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement