Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan club

Mohun Bagan: নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন মোহনবাগানে তীব্র অশান্তি, গ্রেপ্তার ৪

সংঘর্ষে আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

Moidan PS arrest four over clash outside Mohun Bagan club | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:March 13, 2022 1:32 pm
  • Updated:March 13, 2022 1:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাবের নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মোহনবাগান চত্বর। দুই পক্ষের সংঘর্ষে রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল ময়দান থানার পুলিশ।

মোহনবাগান ক্লাবে (Mohun Bagan) নির্বাচনের জন্য শনিবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। যার জন্য দুপুর থেকেই গঙ্গাপারের তাঁবুতে কর্মকর্তারা আসতে শুরু করেন। ভিড় জমান সদস্য-সমর্থকরাও। কিন্তু বেলা খানিকটা গড়াতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ক্লাবের গেটের ঠিক বাইরে দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ক্রিকেট ব্যাট, উইকেট নিয়ে একে অপরের দিকে তেড়ে যান ব্যক্তিরা। রীতিমতো মারধর করা হয় অনেককে। রক্তাক্ত অবস্থায় মোট তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছিল ময়দান থানার পুলিশ। এই ঘটনাতেই রবিবার চারজনকে গ্রেপ্তার করা হল। তবে তাঁরা ক্লাবের সমর্থক নাকি বহিরাগত, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

[আরও পড়ুন: উপনির্বাচনে আসানসোলে তৃণমূলের টিকিটে লড়বেন শত্রুঘ্ন সিনহা, বালিগঞ্জের প্রার্থী বাবুল]

ক্লাবের গেটের বাইরে থাকা মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়ের গাড়িটিও ভাঙচুর করা হয়। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ক্লাবের গেটের বাইরে এমন ভয়ংকর ঘটনা কেন ঘটল? কারাই বা সংঘর্ষে জড়ালেন? ক্লাবকর্তা দেবাশিস দত্ত জানিয়েছিলেন, এই ঘটনার সঙ্গে ক্লাবের কোনও সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ বাইরের ঘটনা। এ বিষয়ে তাঁদের তরফে ময়দান থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশই গোটা ঘটনা খতিয়ে দেখবে। তারপরই এদিন পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।

এদিকে, দেবাশিস দত্তর (Debashis Dutta) প্যানেলের বিরুদ্ধে এখনও পর্যন্ত অন্য প্য়ানেল জমা পড়েনি। তাই পরিস্থিতি একইরকম থাকলে মোহনবাগানের নবনির্বাচিত সচিব হতে চলেছেন দেবাশিস দত্ত। দীর্ঘদিন ক্লাবের অর্থসচিব থাকলেও এবার সচিব পদে মনোনয়ন পেশ করেছেন তিনি। যা জানা যাচ্ছে, ১৬ অথবা ১৭ মার্চ নির্বাচন কমিটি যাবতীয় মনোনয়ন নিরীক্ষণ করার পর নতুন কমিটির নাম ঘোষণা করবে।

[আরও পড়ুন: বইমেলায় একের পর এক পকেটমারি, পুলিশের জালে জনপ্রিয় অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement