সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাড্ডাহাড্ডি লড়াই আর অজস্র গোলের সুযোগ নষ্ট৷ এই হল বৃহস্পতিবার কলকাতা লিগে মোহনবাগান বনাম সংবাদ প্রতিদিন ভবানীপুর ম্যাচের নির্যাস৷ একটি বিশ্বমানের গোল ছাড়া গোটা ম্যাচে তেমন কিছুই চোখে পড়ল না৷ ঘরের মাঠে এদিন প্রথম থেকেই তেড়েফুঁড়ে খেলছিল মোহনবাগান৷ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে বাগানের মাঝমাঠ আর ফরওয়ার্ড লাইন৷ প্রবীর দাস, ডাফিরা তখন ঝড় তুলছেন ভবানীপুরের অর্ধে৷ ভবানীপুরের রক্ষণভাগ প্রায় টালমাটাল লাগছিল৷ তখনই এল কাঙ্ক্ষিত গোল৷ উইং থেকে ভাসানো বল আর সেই চলন্ত বলেই পায়ের টোকা দিয় বাগানের নিউ রিক্রুট শরণ সিংয়ের বিশ্বমানের গোল৷ জ্লাটান ইব্রাহিমোভিচকে মনে করিয়ে দিলেন এদিন শরণ সিং৷ কিন্তু ব্যস! সেই খেলা আর দেখা গেল কই? প্রথমার্ধ শেষ হল ১-০ স্কোরে৷
দ্বিতীয়ার্ধে এখান থেকেই শুরু করলেন শঙ্করলাল চক্রবর্তীর ছেলেরা৷ কিন্তু আক্রমণে ঝাঁজ থাকলেও অজস্র গোলের সুযোগ নষ্ট করলেন প্রবীর, ডাফিরা৷ আরেক নিউ রিক্রুট আফগান অধিনায়ক আমিরি একবার হেড করে গোলে বল প্রায় ঢুকিয়েই দিয়েছিলেন৷ কিন্তু শেষপর্যন্ত ভবানীপুরের ডিফেন্ডার তা শরীর ছুড়ে আটকে দেন৷ ভবানীপুরের তীর্থঙ্কর আগের মরশুমে মোহনবাগানে ছিলেন৷ তিনিও একাধিক সুযোগ নষ্ট করলেন এদিন৷ দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছিল বাগান৷ কিন্তু সব প্রচেষ্টা বিফলে গেল একাধিক গোলের সুযোগ নষ্ট করায়৷ ম্যাচের ফলাফল মোহনবাগানের পক্ষে ১-০৷ কিন্তু ভবানীপুর ম্যাচ বেশ খামতি ধরিয়ে দিল বাগানের৷ একটু কঠিন প্রতিপক্ষের সামনে পড়ে সুযোগ নষ্টের খেসারত কিন্তু পরে দিতে হতে পারে মোহনবাগানকে৷ বিশেষ করে ডার্বিতে৷ এদিন ম্যাচের সেরা মোহনবাগান অধিনায়ক রাজু গায়কোয়াড়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.