Advertisement
Advertisement
Mohunbagan Durand Cup

দাপট দেখিয়ে প্রথমবার মুম্বই বধ, ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান

৩-১ ফলে জয় সবুজ মেরুন ব্রিগেডের।

Mohunbagan beats Mumbai City FC to reach Durand semifinal | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 27, 2023 8:03 pm
  • Updated:August 27, 2023 8:21 pm  

মোহনবাগান: ৩ ( কামিংস-পেনাল্টি, মনবীর, আনোয়ার)

মুম্বই সিটি এফসি: ১ (পেরেইরা)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধুর প্রতিশোধ নিয়ে ডুরান্ড কাপের (Durand Cup) সেমিফাইনালে উঠে গেল মোহনবাগান (Mohunbagan)। প্রথমবার মুম্বই সিটি এফসিকে হারাল সবুজ মেরুন ব্রিগেড। ৩-১ ফলে বিপক্ষকে চুরমার করলেন আনোয়ার-মনবীররা। ম্যাচের আগাগোড়া মোহনবাগানেরই দাপট। যুবভারতীতে কার্যত আত্মসমর্পণ করল শক্তিশালী মুম্বই সিটি এফসি। আগামী বৃহস্পতিবার এফসি গোয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে মোহনবাগান।

ম্যাচের শুরুতেই বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল সবুজ মেরুন ব্রিগেডকে। ডার্বি হারের পর সাময়িকভাবে ছন্দ হারালেও ধীরে ধীরে ফের চেনা মেজাজেই ধরা দিচ্ছেন জুয়ান ফেরান্দোর ছাত্ররা। ম্যাচের আগেই মোহনবাগানের ফুটবলারদের অনেকেই বলেছিলেন, মুম্বইকে হারাতে এবার তাঁরা বদ্ধপরিকর। মাঠে নেমে সেই আত্মবিশ্বাসটাই ফুটে উঠল বুমোস-মনবীরদের খেলায়। 

[আরও পড়ুন: ইন্টার মিয়ামির হয়ে তিন ম্যাচে নেই মেসি! কিন্তু কেন? কী এমন ঘটল?]

ম্যাচের সাত মিনিটেই পেনাল্টি থেকে গোল করেন বিশ্বকাপার জেসন কামিংস। বেশ কিছুক্ষণ লিড ধরে রাখলেও মোহনবাগানের রক্ষণের দোষেই ম্যাচে ফেরে মুম্বই। ডিফেন্ডারদের ভুলকে কাজে লাগিয়ে গোল করেন পেরেইরা। তবে মাত্র দু’মিনিটের মাথায় অনবদ্য গোল করেন মনবীর। বুমোসের ক্রসে মাথা ঠেকিয়ে গোল করেন ভারতীয় তারকা।

২-১ গোলে এগিয়ে থেকে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু করে মোহনবাগান। বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেনি মুম্বই। ৬৩ মিনিটে গোল করে সবুজ মেরুন ব্রিগেডের জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেন আনোয়ার আলি। প্রথমবার মুম্বই বধ করে ডুরান্ডের সেমিফাইনালে উঠে গেল মোহনবাগান। 

[আরও পড়ুন: স্লিপডিস্কের পর অস্ত্রোপচার! কীভাবে ফিট হয়ে এশিয়া কাপের দলে শ্রেয়স? দেখুন আনটোল্ড স্টোরির ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement