Advertisement
Advertisement
Shilton Paul

নতুন অধ্যায়ের শুরু, এবার চার্চিলের পথে মোহনবাগানের ‘বাজপাখি’ শিল্টন পাল

১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে এবার গোয়ায় পাড়ি দিচ্ছেন তিনি।

Mohun Bagan's Goal Keeper Shilton Paul likely to move Churchill Brothers
Published by: Subhamay Mandal
  • Posted:July 23, 2020 6:56 pm
  • Updated:July 23, 2020 8:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই জল্পনা ছিল। মোহনবাগান ছেড়ে অন্য ক্লাবে সই করতে চলেছেন তিনি। বৃহস্পতিবার জল্পনা সত্যি করেই দলবদলের খবরকে মান্যতা দিলেন বাগানের ‘বাজপাখি’ শিল্টন পাল। দীর্ঘদিন মোহনবাগানে খেলার পর শেষমেশ সিদ্ধান্ত নিয়েই ফেললেন শিল্টন। ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে এবার গোয়ায় পাড়ি দিচ্ছেন তিনি। এই মরশুমে চার্চিল ব্রাদার্সে খেলবেন তিনি। নিজের ফেসবুক পেজে প্রোফাইল ছবিতেও চার্চিলের লোগো বসিয়েছেন শিল্টন। এদিকে, আগামী ২৯ জুলাই, মোহনবাগানে দিবসেই এটিকে-মোহনবাগানে সই করতে চলেছেন কেরালা ব্লাস্টার্সের সন্দেশ জিঙ্ঘান। এমনটাই সূত্রের খবর।

দুবারের আই লিগ চ্যাম্পিয়ন শিল্টন পাল। বাগানের তেকাঠির নিচে বহু অবিস্মরণীয় ম্যাচ খেলেছেন, বহু গোল বাঁচিয়েছেন বাজপাখি। সবুজ-মেরুন শিবিরের দীর্ঘদিনের অধিনায়ক ছিলেন শিলটন। তবে গত মরশুমে আই লিগ জয়ের পর জল্পনা রটে, তিনি মোহনবাগান ছাড়ছেন। তবে তা নিয়ে প্রকাশ্যে কোনও কিছুই বলেননি তিনি। এদিন চার্চিলে যাওয়ার কথা একপ্রকার বুঝিয়ে দিয়েছেন প্রোফাইল ছবি বদলের মাধ্যমে। সেইসঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন অধ্যায়ের সূচনা’।

Advertisement

 

[আরও পড়ুন: ২৪ ঘণ্টা না কাটতেই সিদ্ধান্ত বদল, বিজেপি ছাড়লেন মেহতাব হোসেন]

প্রসঙ্গত, কিছুদিন আগেই চার্চিল ব্রাদার্স থেকে ফের কলকাতা ময়দান দাপাতে ফিরেছেন প্লাজা। ত্রিনিদাদের ফুটবলার গত মরশুমে চার্চিলের হয়ে ধারাবাহিকভাবে ভাল খেলেছেন। অনেক গোলও করেছেন। সেই প্লাজাকে সই করিয়ে ফের হৃত গৌরব পুনরুদ্ধারের চেষ্টায় ময়দানের আরেক শতাব্দী প্রাচীন ক্লাব মহামেডান স্পোর্টিং। অন্যদিকে, আগামী মরশুমে আই লিগে চার্চিল ব্রাদার্সের গোল সামলাবেন বাজপাখি শিল্টন পাল।

[আরও পড়ুন: মোহনবাগান দিবস উপলক্ষে ভারচুয়াল সেলিব্রেশনের আয়োজন ভক্তদের, আপনি থাকছেন তো?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement