Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

কলকাতা লিগে প্রথম জয়, পিয়ারলেসকে হারিয়ে তিন পয়েন্ট মোহনবাগানের

মোহনবাগানের হয়ে গোলটি করেন টং সিং।

Calcutta Football League: Mohun Bagan wins against Peerless in CFL 2024

মোহনবাগান-পিয়ারলেস ম্যাচের একটি মুহূর্ত।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 18, 2024 5:27 pm
  • Updated:July 18, 2024 6:09 pm  

মোহনবাগান-১ পিয়ারলেস-০
(টং সিং)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
কলকাতা লিগে (Calcutta Football League) প্রথম জয় পেল মোহনবাগান (Mohun Bagan)। বৃহস্পতিবার সবুজ-মেরুন ব্রিগেড ১-০ গোলে হারাল পিয়ারলেসকে।
এই ম্যাচের আগে জয়ের মুখ দেখেনি মোহনবাগান। এদিন জিতে মাঠ ছাড়ায় মোহনবাগানের পয়েন্ট হল চার ম্যাচে পাঁচ পয়েন্ট।
ডার্বির পরবর্তী ম্যাচটায় পয়েন্ট নষ্ট করার ইতিহাস রয়েছে দুপ্রধানে। ডার্বি জিতে উঠে পরের ম্যাচেই পয়েন্ট নষ্ট করেছে ইস্টবেঙ্গল। মোহনবাগান কিন্তু তিন পয়েন্ট ঘরে তুলে নিল।

[আরও পড়ুন: ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ, ‘আর যেন না হয় রক্তপাত’, বার্তা তামিম-শান্তদের]

প্রথমার্ধে টং সিংয়ের গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন শিবির। তাঁর গোলটি বেশ সুন্দর। বল ধরে এঁকে বেঁকে দৌড়ে পিয়ারলেসের ডিফেন্ডারদের বোকা বানিয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে শট নেন টং সিং। পিয়ারলেসের গোলকিপার সত্যব্রত মান্না শরীর ছুঁড়ে দিয়েও বলের নাগাল পাননি। ওই গোলটি বাদ দিলে মোহনবাগানের প্রথমার্ধের খেলা নজর কাড়তে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তুমুল বৃষ্টি হয়। দৃশ্যমানতা কমে যায়। ভিজে মাঠে পিয়ারলেস একের পর এক আক্রমণ শানাতে থাকে মোহনবাগানের পেনাল্টি বক্সে। প্রথমার্ধে গোল হজম করায় দ্বিতীয়ার্ধে তাগিদ বেশি দেখায় পিয়ারেলেস। চাপ বাড়ায় মোহনবাগানের রক্ষণে। কিন্তু কাজের কাজটি করে উঠতে পারেনি পিয়ারলেস। একাধিক আক্রমণ করলেও কাজের কাজটি করতে পারেনি তারা। শেষ পর্যন্ত অবশ্য গোল ধরে রাখতে সক্ষম হয় সবুজ-মেরুন ব্রিগেড। লিগে প্রথম জয় পেলেন সুহেল ভাটরা।  

Advertisement

 

[আরও পড়ুন: ‘মোহনবাগান রত্ন’ সৌরভ গঙ্গোপাধ্যায়, বড় ঘোষণা সবুজ-মেরুনের

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement