Advertisement
Advertisement

Breaking News

আইএসএলে আজ মোহনবাগানের প্রতিপক্ষ গোয়া, পুরনো দলের বিরুদ্ধে ফেরান্দোর ভরসা টিম গেম

এফসি গোয়াকে হারাতে পারলে এক ধাক্কায় অনেকটা উঠে আসবে মোহনবাগান।

Mohun Bagan will take on Goa in ISL | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 20, 2022 3:44 pm
  • Updated:November 20, 2022 4:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের (ISL) লিগ টেবিল একেবারেই যেন সাপ-মই খেলা। একটা ম্যাচের পরই বদলে যাচ্ছে টেবিলে ক্লাবের অবস্থান। যেমন, রবিবার এফসি গোয়াকে হারাতে পারলে এক ধাক্কায় অনেকটা উঠে আসবে মোহনবাগান (Mohun Bagan)।

সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando) ভালই জানেন সেটা। তাই ছেড়ে আসা ক্লাবের মুখোমুখি হওয়ার আগে তাঁর বার্তা, “আমার দল সবসময় লিগ শীর্ষে থাকার লক্ষ্য নিয়ে খেলতে নামে। কারণ সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাওয়া যাবে। চ্যাম্পিয়ন্স লিগের মতো প্রতিযোগিতা খেললে দলের উন্নতি হয়। সেটা ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এখন যা পরিস্থিতি, আমরা সব ম্যাচ ফাইনাল ধরে খেলতে নামব।” 

Advertisement

 

[আরও পড়ুন: উদ্বোধনী ম্যাচেই নামছে আয়োজক কাতার, একসময়ের প্রতিপক্ষকে ঢালাও সার্টিফিকেট ভারত-বাংলাদেশের]

 

প্রতিপক্ষের শক্তি সম্পর্কেও ওয়াকিবহাল ফেরান্দো, “গোয়া নিয়ে নতুন করে বলার কিছু নেই। ওরা ভাল দল। আলভারো, ইকের, মার্কের মতো বিদেশি এই দলের শক্তি। বাকিরাও ভাল। আশা করছি একটা উপভোগ্য ম্যাচ হবে।” প্রাথমিক ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরেছে মোহনবাগান। তবে দলের খেলায় পুরোপুরি খুশি নন ফেরান্দো।

তাঁর কথায়, “আমি মনে করি সবসময় উন্নতির সম্ভাবনা থেকেই যায়। তাই কখনই আমি সম্পূর্ণ খুশি হই না। দলের সকলকে একসঙ্গে ভাল খেলতে হবে। তবেই আমরা বলার মতো একটা জায়গায় পৌঁছাতে পারব।” তবে ভারতে যেভাবে একটা-দুটো ম্যাচে ভাল খেললেই ফুটবলারদের নিয়ে মাতামাতি হয়, তাতে বিরক্ত ফেরান্দো। পাশাপাশি যথেষ্ট সময় অনুশীলন করানো যায় না বলেও মন্তব্য করেছেন মোহনবাগান কোচ।

 

[আরও পড়ুন: ভারতীয় ফুটবলে ম্যাচ গড়াপেটার ছায়া! সিবিআইয়ের নজরে দেশের পাঁচটি ক্লাব]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement