Advertisement
Advertisement
Mohun Bagan

নিজেদের মাঠে সহজে ছাড়বে না চেন্নাইয়িন, সতর্ক থাকতে চান মোহনবাগান কোচ ফেরান্দো

শনিবার আইএসএলে মোহনবাগানের সামনে চেন্নাইয়িন।

Mohun Bagan will take on Chennaiyin in ISL । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 6, 2023 5:42 pm
  • Updated:October 6, 2023 5:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দুটো ম্যাচের দুটোতেই জিতেছে মোহনবাগান (Mohun Bagan)। শনিবার সবুজ-মেরুন শিবিরের প্রথম অ্যাওয়ে ম্যাচ। প্রতিপক্ষ চেন্নাইয়িন। সেই ম্যাচের আগে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো এবং মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা মনে করেন, চেন্নাইয়িনের ঘরের মাঠে ম্যাচটা খুব কঠিনই হবে তাঁদের জন্য।
আইএসএলে মোহনবাগান দুম্যাচ জিতেছে। অন্যদিকে সময়টা ভালো যাচ্ছে না চেন্নাইয়িনের। প্রথম দুটি ম্যাচে পাঁচ গোল হজম করেছে তারা। ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে তাঁরা যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে একথা বলাই বাহুল্য। মোহনবাগান কোচ ফেরান্দো অবশ্য নিজের লক্ষ্যে স্থির। তিনি বলেছেন, ”অ্যাওয়ে ম্যাচে আমরা তিন পয়েন্টের জন্যই নামব।” আইএসএল শুরু হওয়ার আগে  ফেরান্দো জানিয়েছিলেন, আইএসএলের মতো টুর্নামেন্টে সব দলই শক্তিশালী। প্রতিটি দলের মধ্যে খুব অল্পই ব্যবধান। চেন্নাইয়িনের বিরুদ্ধে নামার আগে মোহনবাগান কোচের যুক্তি, ”গত কয়েকটি ম্যাচে দেখা যাচ্ছে ঘরের মাঠে হোম টিমই সুবিধা পাচ্ছে। তারাই জিতছে।” সেই নিরিখেই শনিবারের ম্যাচের আগে ফেরান্দো সতর্ক। বারংবার বলছেন, চেন্নাইয়িনের ঘরের মাঠে ম্যাচটা কঠিনই হবে তাঁদের জন্য। কিন্তু মোহনবাগান দল হিসেবে দারুণ শক্তিশালী। দলে ম্যাচ উইনারের সংখ্যাও বেশি।

[আরও পড়ুন: ‘রূপান্তরকামী’ বলে অভিযোগ তোলা ব্রোঞ্জজয়ী নন্দিনীর কাছে ক্ষমা চাইলেন স্বপ্না, তবুও বিতর্ক থামবে?]

আইএসএলের সঙ্গে সঙ্গে এএফসি কাপ, কলকাতা লিগ খেলছে সবুজ-মেরুন ব্রিগেড। তার আগে ডুরান্ড কাপ জিতেছে মোহনবাগান। শনিবার চেন্নাইয়িন ম্যাচ হয়ে গেলে দীর্ঘ বিশ্রাম পাবে মোহনবাগান। দলের বেশ কয়েকজন ফুটবলার অবশ্য চলে যাবেন জাতীয় শিবিরে। যাঁদের পাচ্ছেন, তাঁদের নিয়ে কাজ করবেন ফেরান্দো। তবে সেগুলো পরে। আগে শনিবারের চেন্নাইয়িন ম্যাচ। চেন্নাই থেকে তিন পয়েন্ট নিয়ে কলকাতায় ফেরাই লক্ষ্য ফেরান্দোর।

Advertisement

[আরও পড়ুন: ৪০ ঘণ্টা ধরে আঁকা বিরাটের ছবি, দিব্যাঙ্গ ভক্তের উপহার পেয়ে আপ্লুত কোহলি]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement