Advertisement
Advertisement
Mohun Bagan

লক্ষ্য কলকাতা লিগ, নতুন কোচের অধীনে প্রস্তুতিতে নামবে মোহনবাগান

সোমবার থেকে যুবভারতীর অনুশীলন মাঠে ৩০ জন ফুটবলারকে নিয়ে মাঠে নেমে পড়বেন নতুন কোচ।

Mohun Bagan will start practice for Calcutta Football League under new coach Deggie Cardozo

পিছিয়ে গেল মোহনবাগানের ম্যাচ।

Published by: Arpan Das
  • Posted:June 8, 2024 4:07 pm
  • Updated:June 8, 2024 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবারের আইএসএলের লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান (Mohun Bagan)। কিন্তু কলকাতা লিগ জিততে পারেনি তারা। তাই এবার কলকাতা লিগে (Calcutta Football League) সাফল্য পেতে শক্তিশালী রিজার্ভ দল তৈরি রাখছে সবুজ-মেরুন। আগামী ২৫ জুন থেকে ২০২৪-২৫ মরশুমের ঘরোয়া লিগের বল গড়ানোর কথা। সেখানে ভালো ফল করার জন্য নতুন কোচ ডেগি কার্ডোজোকে (Deggie Cardozo) দায়িত্ব দিচ্ছে মোহনবাগান।

সোমবার থেকে যুবভারতীর অনুশীলন মাঠে ৩০ জন ফুটবলারকে নিয়ে মাঠে নেমে পরবেন নতুন কোচ। ডেগি যুবপর্যায়ে অন্যতম সফল কোচ ডেগি। গত মরশুমে তিনি ছিলেন এফসি গোয়ায়। বন্দোদকর মেমোরিয়াল ট্রফি জিতিয়েছেন গোয়াকে। এছাড়াও দেশের বিভিন্ন দলকে কোচিং করিয়ে নানা সময়ে অনেক ট্রফি পেয়েছেন। ডেগির সঙ্গে সহকারী কোচ হিসেবে থাকবেন বিশ্বজিৎ ঘোষাল। গোলকিপার কোচ থাকছেন বড় দলের সফল গোলকিপার অভ্র মণ্ডল।

Advertisement

[আরও পড়ুন: ‘বাবরদের দেখে মনে হচ্ছে হেঁটে আমেরিকা এসেছে’, ভারত ম্যাচের আগে সমালোচনা প্রাক্তন তারকার]

এবার ভালো দল তৈরির দিকে নজর দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। অভিষেক সূর্যবংশীর মতো নতুন প্রতিভার সঙ্গে ইতিমধ্যেই চুক্তিবৃদ্ধি করেছে। তাঁর সঙ্গে থাকছেন দীপেন্দু বিশ্বাস, আমনদীপ সিং, সুহেল ভাট, অর্শ আনোয়ারদের মতো একঝাঁক নতুন তারকা। এছাড়াও ফরদিন আলি মোল্লা, রাজ বাসফোর, সুমিত রাঠিরা তো আছেনই। পাশাপাশি সন্তোষ ট্রফিতে সফল গোলকিপার রাজা বর্মন, ডিফেন্ডার সায়ন দাশ-সহ অনেক ফুটবলারকেই ডাকা হয়েছে। ট্রায়ালেও ডাকা হয়েছে অনেককে। চারটি প্রস্তুতি ম্যাচ খেলে ঠিক হবে ডেভলপমেন্ট দল। যারা রিলায়েন্স লিগে খেলবে।

[আরও পড়ুন: পাক ম্যাচের আগে নেটে চোট রোহিতের, নামতে পারবেন মহারণে?]

গত বছর রিজার্ভ দল যথেষ্ট ভালো পারফর্ম করেছে। এবারও সেই লক্ষ্য থাকছে। যাতে সিনিয়র দলের সাপ্লাই লাইন হিসেবে কাজ করতে পারে। তাই বয়সভিত্তিক যুব দলও শক্তিশালী করতে চাইছে সবুজ-মেরুন। সিনিয়র দলের পাশাপশি যুব ও বয়সভিত্তিক লিগে যেমন ভালো ফল করতে চাইছে। তেমনই বাংলা ও দেশের প্রতিভাবান ফুটবলার তুলে আনতে চাইছে মোহনবাগান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement