আনোয়ার আলি।
স্টাফ রিপোর্টার : ফেডারেশনের প্লেয়ার্স স্টাটাস কমিটির পাঠানো চিঠির জবাব দিল মোহনবাগান (Mohun Bagan)। জানা গিয়েছে, আনোয়ার (Anwar Ali) না খেলতে চাইলে বড় রকমের আর্থিক ক্ষতিপূরণ চাইছে তারা। আপাতত দুই পক্ষের চিঠি পাওয়ার পর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সদস্যরা ২ অগাস্ট দু’পক্ষকে নিয়ে শুনানি করতে পারে। সেখানেই ঠিক হবে আনোয়ারের ভাগ্য। আনোয়ার দোষী প্রমাণিত হলে বড় শাস্তি পেতে পারেন এই ভারতীয় ডিফেন্ডার। গত ১৯ জুলাই কলকাতা লিগে খেলা দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছিল আনোয়ারকে। সেই অনুশীলনে যোগ দেননি তিনি। বরং ফেডারেশনের কাছে দাবি করেন তার সঙ্গে মোহনবাগানের চুক্তি আর বৈধ নয়। এখন দু পক্ষই তাকিয়ে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের দিকে।
অন্যদিকে মঙ্গলবার ঘরোয়া লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ফের খেলতে নামছে মোহনবাগান। এই মুহূর্তে খুব ভালো অবস্থায় নেই ডেগি কার্ডোজোর ছেলেরা। মঙ্গলবার প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী। লিগ টেবিলের গ্রুপ বি-তে এই মুহূর্তে মোহনবাগান দাঁড়িয়ে নবম স্থানে। পাঁচ ম্যাচ খেলে একটিতে জয়। তিনটিতে ড্র ও একটিতে হারের সৌজন্যে মোহনবাগানের সংগ্রহ ছয় পয়েন্ট। প্রতিপক্ষ টালিগঞ্জও খুব খারাপ অবস্থায়। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা ১২তম স্থানে। এদিন মোহনবাগানের সিনিয়র দলের অনুশীলনে যোগ দিলেন দীপেন্দু বিশ্বাস, রাজ বাসফোর, সুহেল ভাটরা। কলকাতা লিগে (Calcutta Football League) খেলা এই গুরুত্বপূর্ণ ফুটবলারদের মঙ্গলবার ঘরোয়া লিগে খেলার সম্ভাবনা বেশ কম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.