Advertisement
Advertisement
Mohun Bagan

মুম্বইয়ের বিরুদ্ধে আজ নামছে মোহনবাগান, ডার্বির মিথ ভাঙতে মরিয়া ফেরান্দো

চলতি আইএসএলে এখনও ম্যাচ হারেনি মুম্বই।

Mohun Bagan will face Mumbai City FC on ISL | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 6, 2022 1:45 pm
  • Updated:November 6, 2022 1:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ময়দানের মিথ, ডার্বির পরের ম্যাচে জয়ের মুখ দেখে না বড় ম্যাচের বিজয়ী দল। আইএসএলে গত মরশুমে দুই ডার্বির পরই সেই মিথ সত্যি হয়েছে মোহনবাগানের (Mohun Bagan) জন্য। প্রথম ডার্বির পরের ম্যাচেই সবুজ-মেরুন শিবির হারে ১-৫ গোলে, যা প্রতিযোগিতায় তাদের সবচেয়ে বড় হার। আর ফিরতি ডার্বির পরের ম্যাচ ১-১ গোলে ড্র করেন জুয়ান ফেরান্দোর ছেলেরা।

রবিবারের ম্যাচের মতো ওই দুই ম্যাচেও মোহনবাগানের প্রতিপক্ষ ছিল মুম্বই সিটি এফসি। পরিসংখ্যান বলছে, শেষ ৬ সাক্ষাতে আইল্যান্ডার্সদের হারাতে ব্যর্থ মেরিনার্সরা। এরমধ্যে একটা আইএসএল (ISL) ফাইনালও রয়েছে। ফলে রবিবার আন্ধেরির মুম্বই স্পোর্টস এরিনায় পরিসংখ্যান আর ময়দানের মিথ-দুটোই ভুল প্রমাণ করার চাপ রয়েছে মোহনবাগানের মাথায়। সেভাবেই প্রস্তুতি নিয়েছেন কোচ ফেরান্দো।

Advertisement

[আরও পড়ুন: ‘বিতর্কিত’ ম্যাচে হার বাংলাদেশের, বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল পাকিস্তান]

মুম্বইয়ের খেলার ধরণ আর ফুটবলারদের নিয়ে যে ভালভাবে পড়াশোনা করেছেন, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। ফেরান্দোর কথায়, “মুম্বই লিগের অন্যতম সেরা দল। ওদের দলে একাধিক ভাল ফুটবলার আছে। ডিফেন্সে ফল, আপুইয়ারা আছে। আক্রমণের ক্ষেত্রে বিপিন, ছাংতে ওদের সম্পদ। গতি কাজে লাগিয়ে ওরা দ্রুত আক্রমণে ওঠে। বল পায়ে তো বটেই, অফ দ্য বলও অসাধারণ ফুটবল খেলে। এমন দলকে নিয়ে ভাবতেই হয়।”

তবে নিজের দলকেও পিছিয়ে রাখতে নারাজ ফেরান্দোর দাবি, “আমাদের স্কোয়াডই লিগের সেরা। দল হিসেবে খেলতে পারলে সাফল্য পাওয়ার বিষয়ে আশাবাদী। প্রতিপক্ষকে হালকা ভাবে নিচ্ছি না। কিন্তু আমরা ধারাবাহিকতা দেখাতে পারলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ব।” দলের ডিফেন্সেরও উন্নতি হয়েছে বলে মনে করছেন ফেরান্দো। শুরুর দিকের তুলনায় এখন ডিফেন্ডাররা অনেকবেশি সপ্রতিভ, মত মোহনবাগান কোচের।

শনিবার সকালে ঘরের মাঠে অনুশীলন সেরে বিকেলে মুম্বই উড়ে যায় টিম মোহনবাগান। তাদের প্রতিপক্ষ মুম্বই লিগে এখনও হারের মুখ দেখেনি। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে তারা। ৬ নম্বরে থাকা মোহনবাগানের ৩ ম্যাচে ৬ পয়েন্ট। ফলে রবিবার জিততে পারলে মুম্বইকে পিছনে ফেলে টেবিলে উঠে আসার সুযোগ রয়েছে ফেরান্দোদের সামনে। সেই সুযোগ কাজে লাগাতে পুরোদমে ঝাঁপাতে চায় মোহনবাগান। 

[আরও পড়ুন:বিশ্বকাপ খেলতে গিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিডনিতে গ্রেপ্তার শ্রীলঙ্কার ক্রিকেটার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement