Advertisement
Advertisement

Breaking News

প্রথম ম্যাচে হার, প্রবল চাপের মুখেই আজ কেরালার বিরুদ্ধে নামছে মোহনবাগান

কেরালার বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে মরিয়া ফেরান্দো।

Mohun Bagan will face Kerala Blasters in ISL match | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 16, 2022 1:04 pm
  • Updated:October 16, 2022 1:04 pm  

স্টাফ রিপোর্টার: পরিশ্রম করলে সাফল্য মিলবেই। কে গোল করল সেটা বড় কথা নয়, দলের জয়টাই মূল। সুযোগ তৈরি হচ্ছে, সেটা ইতিবাচক। মরশুমের শুরু থেকেই এই কথাগুলো শোনা যাচ্ছে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর মুখে। শনিবার কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters FC) বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনেও তার অন্যথা হল না। ঘুরিয়ে-ফিরিয়ে সেই একই কথা বললেন ফেরান্দো।

লিড নিয়েও চেন্নাইয়িন এফসির কাছে হারতে (ISL) হয়েছে। এদিন সেই হার প্রসঙ্গে বললেন, “আইএসএল ২০ ম্যাচের চ্যাম্পিয়নশিপ। প্রতি ম্যাচেই তিন পয়েন্টের জন্য লড়তে হবে আমাদের। কেরালার বিরুদ্ধে পরিকল্পনা অনুযায়ী খেলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই। অতীতে কী হয়েছে তার গুরুত্ব আমার কাছে নেই। রবিবারের ম্যাচ আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ।”

Advertisement

নতুন চ্যালেঞ্জের কথা বললেও গোল করার লোকের অভাব প্রসঙ্গে পুরোনো কথাই শোনা গিয়েছে জুয়ানের মুখে। রয় কৃষ্ণর অভাব নিয়ে প্রশ্ন শুনে বললেন, “ফুটবলে সুযোগ তৈরি করাটাই আসল। ফলে কে গোল করল, তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। দল সুযোগ তৈরি করছ। তবে আমরা তা কাজে লাগাতে পারছি না। এই দলের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। এরাই সাফল্য এনে দেবে। ফুটবলে হেরে হতাশ হওয়াটা বড় কথা নয়। না জিততে পারলে আত্মবিশ্বাসে চিড় ধরে। তবে পরিশ্রম করলে ফল মিলবে বলেই আমার বিশ্বাস।”

[আরও পড়ুন: সৌরভের জন্য এখনও খোলা আইসিসি চেয়ারম্যান হওয়ার রাস্তা! সিদ্ধান্ত বোর্ডের বার্ষিক সভায়]

চেন্নাইয়িনের বিরুদ্ধে প্রথম ম্যাচে লিস্টন কোলাসোকে ছাড়াই দল সাজিয়েছিলেন ফেরান্দো। কেরালার বিরুদ্ধে প্রথম একাদশে ফিরতে পারেন এই তারকা ফরোয়ার্ড। তবে বিদেশি নির্বাচনের ক্ষেত্রে কোনও বদল হবে না, জানিয়ে দিয়েছেন মোহনবাগান (Mohun Bagan) কোচ। কারণ চোটের জন্য কার্ল ম্যাকহিউ কলকাতাতেই রয়েছেন। আর ফ্লোরেন্তিন পোগবাকে খেলানো প্রসঙ্গে ফেরান্দোর জবাব, “দলের ৬ বিদেশিকেই নিয়েই আমি খুশি। সকলেই খেলার জন্য তৈরি। তবে পোগবার বিষয়টি অন্য। ও হয়তো প্রথম দিকে কয়েকটা ম্যাচ খেলবে না। আবার শেষদিকে সব ম্যাচে খেলবে। সবটাই নির্ভর করছে আমাদের পরিকল্পনার উপর।”

অন্যদিকে, ঘরের মাঠে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়েছে কেরালা। মোহনবাগানের প্রশংসা করতে গিয়ে এদিন লাল-হলুদকে একটু খোঁচাই দিয়ে বসলেন কেরালা কোচ ইভান ভুকোমানোভিচ। বললেন, “এমন একটা দলের মুখোমুখি হব যারা লিগের অন্যতম সেরা দল।’’ তবে গোল করার ক্ষেত্রে মোহনবাগানের রোগ না সারলে রবিবার কেরালার কাজটা খুব একটা কঠিনও হবে না।

[আরও পড়ুন: নেহরুর মতো মহান ব্যক্তিকে নিয়ে এত মিথ্যাচার…! কান্নায় ভেঙে পড়লেন মহাত্মা গান্ধীর পৌত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement