স্টাফ রিপোর্টার: এক বছরেই চাকাটা ঘুরে গিয়েছে পুরো উলটো দিকে। গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি শুক্রবার যখন মোহনবাগানের (Mohun Bagan) মুখোমুখি হচ্ছে, ভিকুনার কোচিংয়ে সবুজ-মেরুন বাহিনী তখন চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে। আর গত মরশুমের চ্যাম্পিয়নরা লড়াই করছে অবনমন বাঁচানোর জন্য।
এমনিতে ১৭ গোল করে এখনও পর্যন্ত মোহনবাগানই আই লিগের সর্বোচ্চ গোলের মালিক। সেখানে গোল খেয়েছে মাত্র ৭টি। ফলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে একদম ঠিক ঠাক দৌড়চ্ছেন মোহনবাগান ফুটবলার। এই অবস্থায় চেন্নাইয়ের মুখোমুখি হওয়ার আগে গত মরশুমের ফলাফলটা মাথায় রাখতে হবে বেইতিয়াদের। গত মরশুমে ঘরের মাঠে মোহনবাগানকে ৩-১ গোলে হারিয়েছিল চেন্নাই (Chennai City FC)। আর কলকাতায় এসে ড্র করেছিল মোহনবাগানের সঙ্গে। তাই লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে সবাই যখন মোহনবাগানের উপরেই বাজি ধরছেন, তখন সবাইকে বারবার করে সতর্ক করে দিচ্ছেন মোহনবাগান কোচ। বলছেন,“এই ম্যাচগুলিই সবচেয়ে কঠিন ম্যাচ। সাময়িকভাবে হয়তো পয়েন্টে পিছিয়ে পড়েছে। কিন্তু বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই চেন্নাই ম্যাচটা আমাদের জন্য ভীষণ কঠিন ম্যাচ।”
মোহনবাগানের থেকে ম্যাচ কম খেলার পাশাপাশি ১২ পয়েন্টের পার্থক্যও রয়েছে। এরকম অবস্থাতেও কোচ কিবু ভিকুনার সামনে চিন্তার কারণ, স্টপার ড্যানিয়েল সাইরাসকে পাবেন না তিনি। ফলে স্টপারে কাকে খেলাবেন ঠিক করতে পারছেন না মোহনবাগান কোচ। ড্যানিয়েলকে যেহেতু পাওয়া যাবে না, ভিকুনা তাই ভাবতে শুরু করেছেন, ষষ্ঠ বিদেশি ফুটবলার তুরশনভকে শুরু থেকেই খেলাবেন কি না। এমনিতে বাবা যোগ দেওয়ার পর থেকে মোহনবাগান ফরোয়ার্ড লাইন এখন অনেকটাই শক্তিশালী। যেহেতু ড্যানিয়েল নেই, ভিকুনা তাই ভাবতে শুরু করেছেন, ফরোয়ার্ড লাইন আরও শক্তিশালী করার জন্য বাবার সঙ্গে শুরু থেকেই তুরশনভকে খেলাবেন।
কিন্তু ড্যানিয়েলের জায়গায় মোরান্তের সঙ্গে স্টপারে কে খেলবেন? হাতে শুধু স্টপার বলতে গুরজিন্দর। কিন্তু সাহিল আর ফ্রান গঞ্জালেজও খেলতে পারেন। শুক্রবার চেন্নাইয়ের বিরুদ্ধে কে খেলবেন, এদিন বিকেলে প্র্যাকটিস পর্যন্ত ঠিক করতে পারেননি মোহনবাগান কোচ। তিনজনকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলালেন। ঠিক করেছেন, ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেবেন। তবে ড্যানিয়েলের না থাকাটা যে রীতিমতো সমস্যা হতে পারে সেটা স্বীকার করে ফেললেন মোহনবাগান কোচ। বললেন, “খুব ভাল খেলছিল ড্যানিয়েল। ওর না খেলাটা সত্যিই সমস্যার হতে পারে। তবে দলে যারা আছে, নিশ্চয়ই সামলে নিতে পারবে।” কিন্তু চেন্নাই? ভিকুনা বলেন, “এই মুহূর্তে পয়েন্ট কম বলে চেন্নাইকে হালকা করে দেখলে ভুল হবে। ওদের বেশ কিছু ফুটবলার রয়েছে, যারা ম্যাচের রঙ ঘুরিয়ে দিতে পারে। এদিন বৃহস্পতিবার মূল স্টেডিয়ামে বেইতিয়াদের নিয়ে ভিকুনা তাই প্র্যাকটিস করালেন ৫ টা থেকে টানা এক ঘন্টা। দিনের বেলায় মারাত্মক গরম। তবে রাতের দিকে গরম একটু কমছে। ম্যাচ যেহেতু সাতটায়, সেটাই যা ভাল বেইতিয়াদের জন্য। এদিকে গোলকিপার অভিলাষ পালকে এটিকে থেকে লোনে নিল মোহনবাগান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.